ডিজাইন -
Poco F4 এবং iQOO Neo 6 ফোনে ব্যবহার করা হয়েছে একই ধরনের ডিজাইন। কিন্তু, Poco F4 ফোনে ব্যবহার করা হয়েছে সুপিরিয়র গ্লাস রিয়ার প্যানেল। অন্য দিকে iQOO Neo 6 ফোনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ইউনিবডি ডিজাইন। সুতরাং ডিজাইনের দিক দিয়ে Poco F4 ফোন কিছুটা হলেও iQOO Neo 6 এর থেকে।
advertisement
ডিসপ্লে -
Poco F4 ও iQOO Neo 6 ফোন দুটিতে ব্যবহার করা হয়েছে একই ধরনের ডিসপ্লে। দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্লাস ই৪ অ্যামোলেড ডিসপ্লে। Poco F4 ও iQOO Neo 6 ফোন দুটিতে ব্যবহার করা হয়েছে ১২০ এইচজেড রিফ্রেশ রেট।
পারফরমেন্স -
Poco F4 ও iQOO Neo 6 ফোন দুটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৭০ চিপ। এই স্ন্যাপড্রাগন ৮৭০ চিপ খুবই উন্নত এবং আধুনিক। এর ফলে দুটি ফোনের পারফরমেন্স প্রায় একই। এছাড়াও এর ফলে খুব সহজেই Poco F4 ও iQOO Neo 6 ফোন দুটি গরম হয়ে যাবে না।
সফটওয়্যার -
Poco F4 ও iQOO Neo 6 ফোন দুটিতে ব্যবহার করা হয়েছে আলাদা আলাদা সফটওয়্যার। Poco F4 ফোনে ব্যবহার করা হয়েছে Xiaomi MIUI 13 যা অ্যান্ড্রয়েড ১২ যুক্ত। অন্য দিকে iQOO Neo 6 ফোনে ব্যবহার করা হয়েছে FunTouch OS যা অ্যান্ড্রয়েড ১২ যুক্ত। Poco F4 ও iQOO Neo 6 ফোন দুটিতেই পাওয়া যাবে তিন বছরের ওএস আপডেট।
আরও পড়ুন - সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন
আরও পড়ুন - ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!
ক্যামেরা -
Poco F4 ও iQOO Neo 6 ফোন দুটিতে ব্যবহার করা হয়েছে প্রায় একই ধরনের ক্যামেরা। যার মাধ্যমে তোলা যাবে উন্নত ও আধুনিক ছবি। Poco F4 ও iQOO Neo 6 ফোন দুটিতে ব্যবহার করা হয়েছে তিনটি আলাদা আলাদা সেন্সর এবং একটি সেলফি ক্যামেরা।
ব্যাটারি -
Poco F4 ফোনে ব্যবহার করা হয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬৭ ডবলু চার্জ। অন্যদিকে iQOO Neo 6 ফোনে ব্যবহার করা হয়েছে ৪৭০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে ৮০ ডবলু চার্জ। Poco F4 ও iQOO Neo 6 ফোন দুটিতে ৪০ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারি।
দাম -
Poco F4 ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। Poco F4 ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। Poco F4 ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেলের দাম ৩৩,৯৯৯ টাকা। অন্য দিকে iQOO Neo 6 ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেলের দাম প্রায় ২৯,৯৯৯ টাকা।
Poco F4 ও iQOO Neo 6 ফোন দুটিতে রয়েছে প্রায় একই ফিচার। কিন্তু, Poco F4 কিছুটা হলেও এগিয়ে রয়েছে তার গ্লাস রিয়ার প্যানেলের জন্য।