Phone (3a) এবং Phone (3a) Pro-তে Snapdragon 7s Gen 3 চিপসেট দেওয়া হয়েছে। রয়েছে 6.77 ইঞ্চির AMOLED স্ক্রিন, 120Hz রিফ্রেশ রেট এবং 3,000 নিটস পিক ব্রাইটনেস। Phone (3a) Pro-তে 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স-সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর Phone (3a)-তে রয়েছে ডুয়াল ক্যামেরা।
advertisement
দুটি মডেলেই 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, 50W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। রয়েছে Nothing OS 3.1 (Android 15), তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন ইউজাররা। এমনই প্রতিশ্রুতি দিচ্ছে কোম্পানি। Phone (3a)-এর বিক্রি শুরু হবে ১১ মার্চ থেকে। আর ১৫ মার্চ থেকে Phone (3a) Pro কিনতে পারবেন ইউজাররা।
ফোন লঞ্চ অনুষ্ঠানে অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডকে কিছুটা কটাক্ষই করেন Nothing-এর সহ প্রতিষ্ঠাতা আকিস এভানজেলিডিস। তিনি বলেন, “স্মার্টফোন ইন্ডাস্ট্রি একঘেয়ে হয়ে গিয়েছিল। Nothing বাজারে এসে পরিস্থিতি বদলে দেয়। ফোন নির্মাতারা এখন বুঝতে পারছেন আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সকে কীভাবে ব্যবহার করা উচিত।”
আরও পড়ুন: গরম করতে গেলেই উথলে ওঠে দুধ? ছলকে নোংরা চারপাশ! ফোটানোর সময় এই কাজ করলেই কেল্লাফতে, আর নষ্ট হবে না
আকিস এভানজেলিডিস আরও বলেন, “বর্তমানে স্মার্টফোন নির্মাতারা শুধু স্পেসিফিকেশন বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছে, কিন্তু নির্দিষ্ট কোনও দিশা দেখাতে পারছে না।” সেখানে Nothing আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স চালিত স্মার্টফোন নিয়ে আসছে। তাঁর মতে, “এআই প্রযুক্তি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাটাই আমূল বদলে দেবে।”
Nothing Phone (3a)-তে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর, যা OIS + EIS সাপোর্ট করে। এছাড়া, 50MP-এর টেলিফটো লেন্সও রয়েছে, 2x অপটিক্যাল জুম এবং 30x আল্ট্রা জুম অফার করে। সঙ্গে 8MP-এর আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে যা 120 ফিল্ড অব ভিউ দেয়। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা।
Nothing Phone (3a) পাওয়া যাবে তিনটি রঙে। সাদা, কালো এবং নীল। দেওয়া হয়েছে 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশন। আকিস এভানজেলিডিস বলেন, “বর্তমানে স্মার্টফোনের বাজার দিশাহীন, বিভ্রান্তিকর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বেশিরভাগ ব্র্যান্ডই শুধু ক্যামেরা ফিচারে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের ব্যবহার করছে। যেখানে আমাদের লক্ষ্য AI-কে পুরোপুরি ব্যবহার করে স্মার্টফোনকে আরও স্বয়ংক্রিয় ও ব্যবহারবান্ধব করা।”