Oppo Reno 8 SE ফোনের সম্ভাব্য ফিচার -
৯১মোবাইলের যোগেশ ব্রারের (Yogesh Brar) রিপোর্ট অনুযায়ী Oppo Reno 8 SE ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। Oppo Reno 8 SE ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ ভার্সন। Oppo Reno 8 SE ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ এসওসি। Oppo Reno 8 SE ফোনে রয়েছে দুটি স্টোরেজ অপশন। এর মধ্যে একটি হল ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং আরেকটি হল ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।
advertisement
আরও পড়ুন - অপেক্ষার অবসান, Whatsapp আপডেটে এ বার বড় ফাইল শেয়ারিংয়ের সুযোগ
আরও পড়ুন - Google বন্ধ করে দিচ্ছে কল রেকর্ডিং অ্যাপ! জানুন এবার কী করবেন
Oppo Reno 8 SE ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। Oppo Reno 8 SE ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স। Oppo Reno 8 SE ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের লেন্স। এছাড়াও Oppo Reno 8 SE ফোনে রয়েছে ২ মেগাপিক্সেলের লেন্স। Oppo Reno 8 SE ফোনে সেলফি এবং ভিডিও তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার। Oppo Reno 8 SE ফোনে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ডাবলু ফাস্ট চার্জ।
Oppo Reno 8 ফোনের ফিচার -
টিপস্টার মারফত Oppo Reno 8 নিয়েও খবর মিলেছে, বলা হচ্ছে এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ১ এসওসি। Oppo Reno 8 ফোনে রয়েছে এলপিডিডিআর৫ র্যাম। Oppo Reno 8 ফোনে রয়েছে ইউএফসি ৩.১ স্টোরেজ। Oppo Reno 8 ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে এবং ১২০ এইচজেড রিফ্রেশ রেট। Oppo Reno 8 ফোনে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ডবলু ফাস্ট চার্জ।
Oppo Reno 8 SE ফোনের লঞ্চের তারিখ -
Oppo Reno 8 SE ফোনের লঞ্চের নির্দিষ্ট তারিখ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। কিন্তু রিপোর্ট অনুযায়ী Oppo Reno 8 সিরিজের ফোন লঞ্চ করা হতে পারে জুন মাসের শেষে।