Oppo Reno 8 Pro 5G ফোনের ডিজাইন ও ডিসপ্লে -
Oppo Reno 8 Pro 5G ফোন হল মিড রেঞ্জ সেগমেন্ট ফোন। Oppo Reno 8 Pro 5G ফোনে রয়েছে গ্লাস ব্যাক কভার এবং ক্যামেরা বাম্প। Oppo Reno 8 Pro 5G ফোন হল ১৮৩ গ্রামের এবং ৭.৩৪ এমএম পাতলা। Oppo Reno 8 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে। Oppo Reno 8 Pro 5G ফোনে রয়েছে স্লিম বেজেলস এবং ১২০ এইচজেড রিফ্রেশ রেট। এর ফলে Oppo Reno 8 Pro 5G ফোনের ডিসপ্লে হল স্মুথ এবং ফ্ললেস। Oppo Reno 8 Pro 5G ফোনে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে কোনও অসুবিধা হবে না। একই সঙ্গে এই ফোনে গেম খেলতেও ইউজারদের কোনও অসুবিধা হবে না।
advertisement
আরও পড়ুন - সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন
Oppo Reno 8 Pro 5G ফোনের ফিচার -
Oppo Reno 8 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স ৫জি এসওসি। Oppo Reno 8 Pro 5G ফোনে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১২ এর কালারওএস ১২.১ এর এক্সপেরিয়েন্স।
Oppo Reno 8 Pro 5G ফোনের ক্যামেরার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে Oppo এর ম্যারিসিলিকন এক্স ইমেজিং এনপিইউ এবং ডুয়াল সোনি ক্যামেরা। Oppo Reno 8 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাগশিপ সেনসর (আইএমএক্স৭৬৬ এবং আইএমএক্স৭০৯)।
আরও পড়ুন - ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!
Oppo Reno 8 Pro 5G ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম। Oppo Reno 8 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও Oppo Reno 8 Pro 5G ফোনের সামনে সেলফি তোলার জন্য ব্যবহার করা হয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা সোনির আইএমএক্স৭০৯ আরজিবিডবলু সেনসর যুক্ত।
Oppo Reno 8 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। Oppo Reno 8 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৮০ ডবলু সুপারভুক চার্জার। এর ফলে এই ফোনে ১১ মিনিটে চার্জ হয়ে যাবে ৫০ শতাংশ।