অফার্স - আমাজিন এই ফোনগুলিতে বেশ কিছু অফার দিচ্ছে। এই ফোনটি কেনার জন্য গ্রাহকরা যদি citi ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন ১০% ডিসকাউন্ট। সেই সঙ্গে যদি কেও অ্যামাজন পে-এর মাধ্যমে পেমেন্ট করেন তাহলে পেয়ে যাবেন ১০০০ টাকার ক্যাশব্যাক। এছাড়াও জিও-র তরফ থেকে রয়েছে ৬০০০ টাকার পর্যন্ত বেনেফিট।
advertisement
OnePlus 8 Pro স্পেসিফিকেশন - OnePlus 8 Pro-তে থাকছে 6.78 ইঞ্চি QHD+ Fluid AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 7nm প্রসসের, সঙ্গে 12GB পর্যন্ত RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব OxygenOS। ফোনের ভিতরে রয়েছে 4,510mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জিং ও 30W ওয়্যারলেস চার্জিং। OnePlus 8 Pro-র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX689 সেন্সর সঙ্গে। 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 5 মেগাপিক্সেল কালার ফিল্টার। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর। কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS, NFC, ও USB Type-C পোর্ট রয়েছে। তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি - Onyx Black, Glacial Green আর Ultramine Blue।
OnePlus 8 Pro দাম - 8GB RAM আর 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৫৪,৯৯৯ টাকা। আর 12GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ করতে হবে ৫৯,৯৯৯ টাকা।
OnePlus 8 স্পেসিফিকেশন - OnePlus 8-এ ডুয়াল স্টিরিও স্পিকার ও Dolby Atmos টেকনোলজি রয়েছে। এই ফোনেও Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব oxygen ওএস । OnePlus 8-এ থাকছে ৬.৫৫ ইঞ্চি FHD+ Fluid AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 প্লাস চিপসেট, 12GB RAM ও 256GB স্টোরেজ। OnePlus 8-এর পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল Sony IMX586 সেন্সরের সঙ্গে। আরও রয়েছে ২ মেগাপিক্সেল আর ১৬ মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর সঙ্গে। কানেক্টিভিটির জন্য এই ফোনে তাহকছে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS, NFC, ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,300mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জিং।
OnePlus 8 দাম - OnePlus 8-এর দাম শুরু হচ্ছে ৪১,৯৯৯ টাকা থেকে। বেস ভেরিয়েন্টে রয়েছে 6GB RAM + 128GB স্টোরেজ। 8GB RAM + 128GB স্টোরেজের দাম ৪৪,৯৯৯ টাকা । আর 12GB RAM + 256GB স্টোরেজের দাম ৪৯,৯৯৯ টাকা।