এ যেন মিস্টার ইন্ডিয়ার সেই চশমার মতো ৷ যে চশমা পরলেই সব ‘এক্স রে’-র মতো দেখা যায় স্পষ্ট ৷ ওয়ান প্লাস এইট প্রো-র ক্যামেরায় রয়েছে একটি বিশেষ ইনফ্রারেড সেনসর ৷ যার মাধ্যমেই কোনও কালো রঙের জিনিস বা ছোট জিনিস ‘সি থ্রু’ করা সম্ভব হচ্ছে সহজেই ৷ এর জন্য ফোনের ক্যামেরা অন করে “Photochrom” কালার ফিল্টার খুলে কোনও কালো জিনিসের উপর ধরলেই একেবারে ম্যাজিক ! জিনিসটার ভিতরে কী আছে ৷ দেখা যাবে স্পষ্ট ৷ যদিও ব্যবহার করে দেখা গিয়েছে খুব পাতলা কোনও কালো প্লাস্টিকের জিনিস ভেদ করতেই সক্ষম ওয়ান প্লাসের এই বিশেষ ফিল্টার ৷ যেমন টিভি রিমোট বা হাল্কা কোনও জিনিস ৷ কিন্তু ডিএসএলআর ক্যামেরা বা টিভির মতো মোটা ও শক্ত জিনিস ভেদ করতে সক্ষম নয় এই ফিল্টার ৷ জামার ভিতরেও দেখার বিষয়টিতে অবশ্য খুব বেশি ‘হিট’ নয় এই প্রডাক্ট বলেই মত বিশেষজ্ঞদের ৷
advertisement
Location :
First Published :
May 15, 2020 7:03 PM IST