দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে OnePlus 7, একটি 6GB RAM সাথে 128GB স্টোরেজ আর অন্যটি 8GB RAM সাথে 256GB স্টোরেজ। গ্রাহকরা দুটি রঙের অপশন পাবেন- গ্রে আর রেড। রেড রঙের ভেরিয়েন্ট পাওয়া যাবে শুধুমাত্র 8GB + 256GB স্টোরেজ।
OnePlus 7 ফোনে রয়েছে OnePlus 6T ফোনের মতো ডিজাইন। এই ফোনের ডিসপ্লের উপরে থাকছে একটি ছোট নচ, রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা আর পিছনে রয়েছে গ্লাস ফিনিশ।
advertisement
OnePlus 7 ফোনে থাকবে একটি 6.4 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে, থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 855 প্রসেসর, সাথে GB পর্যন্ত RAM আর 256GB GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ। ছবি তোলার জন্য OnePlus 7 এ রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে একটি 3,700 mAh ব্যাটারি আর 20W ফাস্ট চার্জ সাপোর্ট।
6GB RAM+ 128GB স্টোরেজে OnePlus 7 এর দাম শুরু হচ্ছে 32,999 টাকা থেকে। টপ ভেরিয়েন্টে 8GB RAM+256GB স্টোরেজে OnePlus 7 এর দাম 37,999 টাকা