TRENDING:

লঞ্চের আগেই সামনে এল OnePlus 7 Pro-র দুটি অসাধারণ ফিচার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
14 মার্চ লঞ্চ হবে OnePlus-এর ফ্ল্যাগশিপ সিরিজ OnePlus 7 আর OnePlus 7 Pro। ইতিমধ্যেই জানা গিয়েছে যে এই ফোনে থাকবে HDR10+ ডিসপ্লে আর UFS 3.0 সাপোর্ট। এটি ফিচারটি বেশিরভাগ দেখা যায় দামি টিভির ডিসপ্লে প্যানেলে। এই ফলে প্রত্যেক ফ্রেমে আরও ভালো কনট্রাস্ট পাওয়া যায়। HDR10+ 4000 nits উদপাদন করে বেশি উজ্জ্বলতা প্রদান করে যেখানে HDR10 3000 nits উদপাদন করে । OnePlus সংস্থার আজ অবধি যতগুলো স্মার্টফোন বেরিয়েছে তার মধ্যে সেরা হতে চলেছে এই OnePlus 7 Pro
advertisement

“HDR 10+ ডিসপ্লে শুধুমাত্র টেলিভিশানের ভবিষ্যৎ নয়, স্মার্টফোনের ডিসপ্লের ভবিষ্যৎ ও। আশা করছি আমাদের নতুন ফোন স্মার্টফোন জগতে দুর্দান্ত ডিসপ্লে ব্যবহারের পথ প্রদর্শক হবে।” জানিয়েছেন OnePlus প্রধান পিট লাউ।

DisplayMate-এর থেকে A+ রেটিং পেয়েছে OnePlus 7 Pro এমনকী এই মডেলের ডিসপ্লে VDE Instituite থেকে 'Safety for Eyes' তকমাও পেয়ে গিয়েছে। তিনটি OnePlus 7 Pro ভেরিয়েন্ট লঞ্চ হবে ভারতে, যার বেশ মডেল হবে 6GB RAM -128GB স্টোরেজের।

advertisement

OnePlus 7 Pro ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট। ফোনের ভীতরে থাকাবে 4,000 mAh ব্যাটারি আর 30W র‍্যাপ চার্জ । এই ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। সেলফি ক্যামেরা ব্যবহারের জন্য এই ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইতিমধ্যেই Amazon এ শুরু হয়ে গেছে OnePlus 7 Pro ফোনের প্রি-বুকিং। মাত্র ১০০০ টাকা দিয়ে প্রি বুক করা যাচ্ছে ফোনটি।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
লঞ্চের আগেই সামনে এল OnePlus 7 Pro-র দুটি অসাধারণ ফিচার