ইতিমধ্যেই Amazon এ শুরু হয়ে গেছে OnePlus 7 Pro ফোনের প্রি-বুকিং। মাত্র ১০০০ টাকা দিয়ে প্রি বুক করা যাচ্ছে ফোনটি। 14 মে বিশ্বব্যাপী লঞ্চ হবে OnePlus 7 Pro। এই প্রথম এমন হবে যে OnePlus এক সাথে দুটি ফোন লঞ্চ করবে। OnePlus-এর ফিলোসফি ছিল মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফোনের স্পেসিফিকেশন। আর এই থেকেই বিশাল ফ্যানফলোইং হয়েছিল OnePlus।
advertisement
OnePlus 7 Pro ফোনে থাকতে পারে 5G সাপোর্ট। এই ফোনে থাকবে একটি 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকবে 90Hz রিফ্রেশ রেট। OnePlus 7 Pro এর ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 6GB,8GB আর 12GB RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
OnePlus 7 Pro তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। আর থাকছে 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। OnePlus 7 Pro তে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট।