এই গিফট কার্ডটি পাওয়া যাবে 7মে 11:59PM অব্দি। আগ্রহী গ্রাহকরা এই কার্ড ব্যবহার করতে পারবেন সেল শুরু হওয়ার প্রথম 60 ঘণ্টার মধ্যে। এছাড়াও Amazon দিচ্ছে 15,000 টাকার কমপ্লিমেন্টারি স্ক্রিন রিপ্লেসমেন্ট। এই অফার তা পাওয়ার জন্য স্মার্টফোন ইউজারদের OnePlus Care অ্যাপে রেজিস্টার করতে হবে সেল শুরু হওয়ার প্রথম৩০ দিনের মধ্যে।
advertisement
OnePlus 7 Pro ফোনে রয়েছে Qualcomm Snapdragon 855 প্রসেসর, আর ফাঁস হওয়া তথ্য অনুযায়ী এই ফোনে থকাতে পারে 10GB RAM আর 256GB স্টোরেজ। ফোনে রয়েছে 6.68 ইঞ্চি QHD+ AMOLED প্যানেল। ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর সেলফির জন্য থকাছে পপ-আপ সেলফি ক্যামেরা। তার কারন এই ফোনে দেখা যাচ্ছে না কোনও রকমের নচ।
ভারতে OnePlus 7 ফোনটির দাম হটে পারে 40,000 টাকা বাঁ তার উপরে। OnePlus 7 Pro ফোনটির দাম হবে প্রায় 50,000 টাকা। সঠিক দাম জানা যাবে 14 মে যখন ফোনটি লঞ্চ হবে।