Gizmochina এর একটি রিপোর্ট অনুযায়ী OnePlus 11 Pro ফোনে ব্যবহার করা হতে পারে জনপ্রিয় অ্যালার্ট স্লাইডার ফিচার এবং পুরনো ক্যামেরা টেকনিক। এই দুটি ফিচার OnePlus 10T ফোন থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু, রিপোর্ট অনুযায়ী OnePlus 11 Pro ফোনে এই দুটি ফিচার আবার ফিরিয়ে আনা হবে। অ্যালার্ট স্লাইডার হল এমন একটি ফিচার, যা ইউজারদের নর্মাল, ভাইব্রেট এবং মিউট অপশনের মধ্যে সুইচ করার অনুমতি দেয়।
advertisement
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ -
OnePlus 11 Pro ফোনে ব্যবহার করা হতে পারে সার্কুলার ক্যামেরা মডিউল। এই সার্কুলার ক্যামেরা মডিউলে এলইডি ফ্ল্যাশলাইটের সঙ্গে সেন্সর লাগানো হবে। OnePlus 11 Pro ফোনে ব্যবহার করা হতে পারে অ্যান্ড্রয়েড ১৩। OnePlus 11 Pro ফোনে ব্যবহার করা হতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনের উপরের দিকে বাঁদিকের কোণে পাঞ্চ হোল কাটআউটের সঙ্গে একটি কার্ড ডিসপ্লে সাপোর্ট থাকতে পারে। এই ফোনের রেজোলিউশন OnePlus 10T ফোনের সঙ্গে মিলতে পারে। রিপোর্ট অনুযায়ী OnePlus কোম্পানি OnePlus 11 Pro ফোনে প্রথমে চিনে লঞ্চ করতে পারে।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
OnePlus 10 Pro ফোনের ফিচার -
OnePlus কোম্পানি এই বছরের শুরুতেই OnePlus 10 Pro 5G ফোন লঞ্চ করেছিল। এরপর OnePlus 10R 5G ও OnePlus 10T 5G ফোন লঞ্চ করা হয়েছিল। OnePlus 10 ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। OnePlus 10 ফোনে ব্যবহার করা হয়েছে ১২০ এইচজেডের রিফ্রেশ রেট। এছাড়াও OnePlus 10 ফোনে ব্যবহার করা হয়েছে ৩৬০ এইচজেডের টাচ স্যামপ্লিং রেট। OnePlus 10 ফোনের স্ক্রিনের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস। OnePlus 10 ফোনে ব্যবহার করা হয়েছে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট।