TRENDING:

ফাঁস OnePlus 11-এর বেশ কিছু ফিচার, 100W চার্জিং-সহ থাকবে স্ন্যাপড্রাগন ৮+ জেন ২ প্রসেসর

Last Updated:

লিক হওয়া রিপোর্ট অনুযায়ী OnePlus 11 সিরিজের বেশ কিছু ফিচার সম্পর্কে জানা গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই ফিচার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
OnePlus 11 Series Leak: জনপ্রিয় মোবাইল কোম্পানি ওয়ানপ্লাস তাদের ১১ সিরিজের ফোনের ওপর কাজ করছে। ওয়ানপ্লাসের ফোনের ফিচার নিয়ে সব সময় গ্রাহকদের মধ্যে উৎসাহ রয়েছে। এর মধ্যে জানা গিয়েছে যে ২০২৩ সালের শুরুতে ওয়ানপ্লাস লঞ্চ করতে চলেছে তাদের ১১ সিরিজের ফোন। ওয়ানপ্লাস তাদের ১১ সিরিজের ফোন ২০২৩ সালের শুরুতে লঞ্চ করলেও, এই ফোনের বেশ কিছু ফিচার ইতিমধ্যেই বাজারে লিকড হয়ে গিয়েছে।
advertisement

লিকস্টার চেম্বারের রিপোর্ট অনুযায়ী ওয়ানপ্লাস তাদের ১১ সিরিজ থেকে প্রো মডেল সরিয়ে দিতে পারে। ওয়ানপ্লাস কোম্পানি তাদের ১১ সিরিজ ফোনে প্রো ফোনের ফিচার যুক্ত করতে পারে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, ওয়ান প্লাস কোম্পানির ১১ সিরিজের নতুন ফোন নতুন নাম এবং স্কিমের সঙ্গে আসতে পারে।

আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা

advertisement

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, OnePlus 11 সিরিজের ফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮জেন ২ চিপসেট। ওয়ানপ্লাস কোম্পানির তরফে তাদের ১১ সিরিজ ফোন সম্পর্কে অফিসিয়ালি এখনও কিছু জানানো হয়নি। কিন্তু লিক হওয়া রিপোর্ট অনুযায়ী OnePlus 11 সিরিজের বেশ কিছু ফিচার সম্পর্কে জানা গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই ফিচার।

advertisement

OnePlus 11 ফোনে ব্যবহার করা হতে পারে ৬.৭ ইঞ্চি কিউএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হতে পারে ১২০ এইচজেড রিফ্রেশ রেট। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, এই ফোনে ব্যবহার করা হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম। এই ফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮জেন ২ প্রসেসর। এই ফোনে থাকতে পারে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে ব্যবহার করা হতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং ২×৩২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স।

advertisement

এই ফোনের ব্যাটারি -

অনলাইনে বের হওয়া কয়েকটি রিপোর্ট অনুযায়ী OnePlus 11 সিরিজের ফোনে ব্যবহার করা হতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি। কিন্তু ওয়ানপ্লাস কোম্পানির তরফে অফিসিয়ালি এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। OnePlus 11 সিরিজের এই সকল ফিচার জানা গিয়েছে লিক হওয়া খবর অনুযায়ী। এই ফোন লঞ্চ করলেই জানা যাবে এর সমস্ত ফিচার সম্পর্কে বিশদে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফাঁস OnePlus 11-এর বেশ কিছু ফিচার, 100W চার্জিং-সহ থাকবে স্ন্যাপড্রাগন ৮+ জেন ২ প্রসেসর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল