Nokia X30 5G এবং Nokia G60 5G ফোনের দাম -
জানা গিয়েছে যে, Nokia X30 5G ফোনের বেস মডেলের দাম শুরু হতে পারে ৫৩০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪২,০০০ টাকা থেকে। অন্য দিকে, Nokia G60 5G ফোনের দাম শুরু হতে পারে ৩২০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৫,৫০০ টাকা থেকে।
advertisement
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
Nokia X30 5G এবং Nokia G60 5G ফোনের ফিচার একঝলকে -
Nokia X30 5G ফোনে ব্যবহার করা হয়েছে ইউনিক ডিজাইন। জানা গিয়েছে যে Nokia X30 5G ফোন তৈরি করা হয়েছে ১০০ শতাংশ রিসাইকেল করা অ্যালুমিনিয়াম দিয়ে। Nokia X30 5G ফোনের ব্যাক প্যানেল তৈরি করা হয়েছে ৬৫ শতাংশ রিসাইকেল প্লাস্টিক মেটেরিয়াল দিয়ে। কিন্তু, Nokia X30 5G ফোনের বক্সে কোনও চার্জার পাওয়া যাবে না। Nokia X30 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। Nokia X30 5G ফোনে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। Nokia X30 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৯০ এইচজেড রিফ্রেশ রেট। Nokia X30 5G ফোনের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে করনিং গ্লাস ভিক্টাস প্রোটেকশন।
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
Nokia X30 5G ফোনে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। Nokia X30 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। এছাড়াও Nokia X30 5G ফোনের সামনে ব্যবহার করা হয়েছ ১৬ মেগাপিক্সেলের শ্যুটার।
Nokia G60 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। Nokia G60 5G ফোনে ব্যবহার করা হয়েছে ১২০ এইচজেড রিফ্রেশ রেট। এছাড়াও দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৮ চিপসেট। দুটি ফোনেই রয়েছে ৪,৬ এবং ৮ জিবি র্যামের অপশন। এছাড়াও দুটি ফোনের স্টোরেজ বাড়ানো যেতে পারে ২৫৬ জিবি পর্যন্ত। Nokia G60 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের সেন্সর এবং ৫ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড সেন্সর।