TRENDING:

এ মাসেই ভারতে আসছে Moto G52, থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও পাঞ্চ হোল ডিসপ্লে

Last Updated:

Moto G52 ফোনটি যত তাড়াতাড়ি সম্ভব ভারতের বাজারে লঞ্চ করাতে চাইছে মোটোরোলা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Motorola Moto G52 Launch: এ বার ভারতের পালা। ইউরোপের বাজারে ইতিমধ্যেই লঞ্চ করে গিয়েছে Moto G52, এ মাসেই নতুন এই স্মার্টফোন লঞ্চ করতে পারে ভারতীয় বাজারে। সূত্রের খবর, চলতি এপ্রিলের শেষ দিকে ভারতে আসতে চলেছে Moto G52। খুব সম্প্রতি ভারতীয় বাজারে লঞ্চ করেছে Motorola-র আর একটি স্মার্টফোন Moto G22, এটি একটি বাজেট ফোন। আবার আসন্ন Moto G52 ফোনটি হল Moto G51-র উত্তরসূরী।
advertisement

রিপোর্ট অনুযায়ী, Moto G52 ফোনটি যত তাড়াতাড়ি সম্ভব ভারতের বাজারে লঞ্চ করাতে চাইছে মোটোরোলা। Moto G52 –ফোনটিতে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার, যেমন, পাঞ্চ-হোল ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680SoC, সেই সঙ্গে থাকছে ৪ জিবি RAM, ট্রিপল রিয়ার ক্যামেরা সেট-আপ প্রভৃতি। রিয়ার ক্যামেরা সেট-আপের মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। পাঞ্চ-হোল ডিসপ্লেটি ৯০hZ রিফ্রেশ রেটে বিশেষ সহায়তা করে। আসুন দেখে নেওয়া যাক আসন্ন ফোনটির সমস্ত বৈশিষ্ট্য এক ঝলকে।

advertisement

Moto G52: দাম:

Moto G52 ইউরোপের বাজারে লঞ্চ করেছে ২৪৯ ইউরোয় (ভারতীয় মুদ্রায় প্রায় ২০,৬০০ টাকা)। এতে পাওয়া যাবে ৪ জিবি + ১২৮ জিবি স্টোরেজ। চারকোল গ্রে এবং পোর্সেলিন হোয়াইট—এই দুই রঙে পাওয়া যাচ্ছে ফোনটি। মনে করা হচ্ছে ভারতে এই ফোনের দাম ২০ হাজার টাকার নীচেই রাখা হবে।

advertisement

আর পড়ুন - এ বছরেই বদলে যাবে WhatsApp, আসছে একগুচ্ছ নতুন ফিচার

আর পড়ুন - Apple-এর 'শট অন iPhone' ম্যাক্রো ফটোগ্রাফি চ্যালেঞ্জ-এ সেরা ১০টি ছবি, আছে এক বাঙালির তোলা ছবিও, দেখে নিন এক ঝলকে

Moto G52: স্পেসিফিকেশন:

Moto G52 –তে থাকছে ৬.৬ ইঞ্চি full-HD+ AMOLED ডিসপ্লে যা ৯০Hz রিফ্রেশ রেটে সহায়তা করবে। এই ডিসপ্লে-তে ৪০২ppi পিক্সেল ডেনসিটি, ৮৭.৭০ শতাংশ screen-to-body আনুপাতিক হার এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও। Moto G52-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 SoC-এর সঙ্গে রয়েছে ৪ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ। ট্রিপল রিয়ার ক্যামেরা সেট-আপের মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেল অলট্রা-ওয়াইড-অ্যাঙ্গল ডেপথ সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Moto G52 ফোনটিতে রয়েছে একটি ৫০০০mAh ব্যাটারি যা ৩০W টার্বো পাওয়ার চার্জিংয়ে সহায়ক। IP52 রেটিং-সহ এই স্মার্টফোনটিতে রয়েছে ডলবি আটমোস সাপোর্ট সিস্টেম।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এ মাসেই ভারতে আসছে Moto G52, থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও পাঞ্চ হোল ডিসপ্লে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল