Moto E32s ফোনের দাম এবং লঞ্চের সময় -
Motorola India-র তরফ থেকে জানা গিয়েছে ২ জুন থেকেই Moto E32s ফোন পাওয়া যাবে রিলায়েন্স ডিজিটাল, জিও মার্ট এবং ফ্লিপকার্টে। Moto E32s ফোন পাওয়া যাবে দুটি রঙে। এর মধ্যে একটি হল ‘মিস্টি সিলভার’ এবং আরেকটি হল ‘স্লেট গ্রে’। ইউরোপের বাজারে এই ফোনের দাম ১৪৯.৯৯ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৫০০ টাকা। ভারতে এর দাম ১২,২৯৯ টাকা রাখা হয়েছে।
advertisement
আরও পড়ুন - এই নতুন ম্যালওয়্যার মারাত্মক বিপজ্জনক! এক নজরে দেখে নিন সুরক্ষার উপায়
আরও পড়ুন - সস্তায় নতুন স্মার্টফোন কিনতে চান ? জুন মাসেই লঞ্চ হতে চলেছে একগুচ্ছ নতুন ফোন, রইল তারই সুলুক সন্ধান
Moto E32s ফোনের ফিচার -
Moto E32s ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে, ৯০এইচজেড রিফ্রেশ রেট। Moto E32s ফোনে রয়েছে অক্টা-কোর চিপসেট এবং মিডিয়াটেক হেলিও জি৩৭ এসওসি। রয়েছে ৫,০০০এমএএইচ ব্যাটারি। মনে করা হচ্ছে Motorola কোম্পানির এই নতুন Moto E32s ফোনে ব্যবহার করা হতে পারে অ্যান্ড্রয়েড ১২ ভার্সন।
Moto E32s ফোনের ক্যামেরা -
Moto E32s ফোনে ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, হোল পাঞ্চ কাট আউট। এছাড়াও Moto E32s ফোনে রয়েছে সেলফি শুটার। সুরক্ষার জন্য Moto E32s ফোনে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। রয়েছে স্পোর্ট এবং আল্ট্রা স্লিম ডিজাইন। এছাড়াও Moto E32s ফোনে রয়েছে আইপি৫২ রেটেড ওয়াটার রেসিস্ট্যান্ট। ইউরোপে এই ফোনের যে মডেল লঞ্চ করা হয়েছে সেটিতে রয়েছে ৪জিবি RAM এবং ৬৪জিবি স্টোরেজ। যা প্রায় ১টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে।