TRENDING:

ভারতে লঞ্চ করল Motorola এন্ট্রি লেভেল ফোন Moto E32, জেনে নিন এর খুঁটিনাটি

Last Updated:

মোটোরোলার নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোন Moto E32 এ বার পাওয়া যাবে ভারতীয় বাজারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Motorola Moto E32 Review: জনপ্রিয় মোবাইল কোম্পানি মোটোরোলার ই সিরিজের নতুন ফোন সম্প্রতি ভারতে লঞ্চ করেছে। মোটোরোলার নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোন Moto E32 এ বার পাওয়া যাবে ভারতীয় বাজারে।
advertisement

মোটোরোলার Moto E32 ফোনটি অ্যান্ড্রয়েড ১২ দ্বারা চালিত। এতে রয়েছে ৯০ এইচ জেড রিফ্রেশ রেট এবং আইপি৫২ ওয়াটার রেসিস্ট্যান্স। এক নজরে দেখে নেওয়া যাক মোটোরোলার নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোন মোটো ই ৩২-এর সমস্ত খুঁটিনাটি।

মোটোরোলার Moto E32 এর ফিচার -

জনপ্রিয় মোবাইল কোম্পানিটি মোটো ই৩২ ফোনে ব্যবহার করেছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি স্ক্রিন। এর স্ক্রিনে রয়েছে পাঞ্চ হোল কাটাউট। এন্ট্রি লেভেলের এই ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি ৩৭, যা ৪জি চিপ যুক্ত। রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। মোটোরোলার মোটো ই৩২ ফোনের ইন্টারনাল স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।

advertisement

আরও পড়ুন - চুরি হয়েছে ফেসবুকের তথ্য! ১ মিলিয়ন গ্রাহককে সতর্ক করল মেটা! আপনি নেই তো সেই তালিকায়? জানুন

এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, যা ২ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত। এ ছাড়া এই ফোনে ৩০ এফপিএস-এর ফুল এইচডি ভিডিও রেকর্ড করা সম্ভব। মোটোরোলার মোটো ই ৩২ ফোনের সামনে সেলফি তোলার জন্য ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে ভিডিও কল করা সম্ভব।

advertisement

ই ৩২-তে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াট চার্জিং যুক্ত। এ ছাড়াও এতে রয়েছে আইপি৫২ ওয়াটার রেপেলেন্ট ডিজাইন।

আকারগত ভাবে এই ফোনটি ১৬৩.৯৫ × ৭৪.৯৪ × ৮.৪৯ মিলিমিটার। এতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। মোটোরোলার মোটো ই৩২ ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১২, যাতে রয়েছে ২ বছরের সিকিউরিটি আপডেট।

advertisement

মোটোরোলার Moto E32 ফোনের দাম -

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে মোটোরোলার মোটো ই৩২ ফোন পাওয়া যাচ্ছে মাত্র ১০,৪৯৯ টাকায়। রিলায়েন্স জিও এই ফোনের ওপরে দিচ্ছে ২৫৪৯ টাকার রিলায়েন্স জিও বেনিফিট। এর মধ্যে রয়েছে ২০০০ টাকার ক্যাশব্যাক এবং ৫৪৯ টাকার বার্ষিক জি ৫ মেম্বারশিপ।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভারতে লঞ্চ করল Motorola এন্ট্রি লেভেল ফোন Moto E32, জেনে নিন এর খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল