দ্য এজ, মোটোরোলার স্মার্টফোন তালিকার উপরের দিকের ফোনগুলোর অন্যতম। তারই নতুন সদস্য Edge 30 Fusion। মোটোরোলার ভাষায় বলতে গেলে, বিশ্বের সবচেয়ে মার্জিত শক্তির ঠিকানা৷ সেটা যদিও সময়ই বলবে। তবে এক ঝলকে দেখে নেওয়া যাক Edge 30 Fusion-এর কিছু বিশেষ গুণ:
Edge 30 Fusion- 'মার্জিত' তো বটেই
বলতে গেলে, যেমন দর্শনধারী তেমনই কুলবিচারী। এটি এমন কয়েকটি ফোনের মধ্যে একটি যেটা দর্শন বা ডিজাইন এবং কাজ বা পারফরম্যান্সের মধ্যে এক চমৎকার ভারসাম্য বজায় রেখেছে। ফোনটির ওজন ১৭৫ গ্রাম হলেও এতটাই পাতলা যে হাতে নিলে মনে হবে ফোনটিকে কেউ KETO ডায়েটে রেখেছিল।
advertisement
আরও পড়ুন - পুজো থেকে দিওয়ালি, কেনাকাটার সব চাহিদা মেটাবে Xiaomi সেল! স্মার্টফোন, টিভি, ল্যাপটপ কেনার এটাই মরশুম
Edge 30 Fusion- এর পর্দা দেখার মতো
স্মার্টফোনের প্রথমেই যে জিনিসটার উপর নজর পরে সেটা হল ফোনের পর্দা বা ডিসপ্লে। এজ ৩০ প্রো সে দিক থেকে বেশ কয়েক কদম এগিয়ে। ফোনের ৬.৫৫ ইঞ্চির পর্দা হল আসলে একটা একটি ১০ বিট পি-লেড প্যানেল যাতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। ১৪৪Hz রিফ্রেশ রেট এবং এইচডি আর ১০ প্লাসের কল্যাণে ভিডিও দেখা হক বা মোবাইল গেমে ঝড় তোলা, কোনটাই বাধা হয়ে দাঁড়াবে না। ১১০০ নিটস ডিসপ্লের জন্য বাধা হবে না দিনের বেলা পর্দার দিকে তাকাতেও।
চিপসেটও জমজমাট
গত বছরের শীর্ষ-স্তরের চিপসেট স্ন্যাপড্রাগন ৮৮৮+ হল এজ ৩০ ফিউশনের শক্তির গোড়ায়। ১২৮ GB মেমোরি এবং ৮ GB LPDDR5 র্যাম, এজ ৩০ ফিউশনকে বানিয়েছে মসৃণ।
পরিষ্কার এবং আকর্ষণীয়
মোটোরোলার বাকি ফোনগুলির মতো, এজ ৩০ ফিউশনও নিজের MyUX ব্যবহার করেছে। সুতরাং, বিজ্ঞাপনের বাহুল্য ছাড়াই সাদামাটা অ্যান্ড্রয়েডের সঙ্গে নিজের খুশি মতো স্কিন ব্যবহার করা যাবে। এজ ৩০ ফিউশন কিন্তু অ্যান্ড্রয়েড ১২ ব্যবহার করে।
আরও পড়ুন - Samsung-এর বিগ টিভি ফেস্টিভ্যাল সেল, টিভি কিনলে স্মার্টফোন ফ্রি! এই অফারটি হাতছাড়া করবেন না
তিন ক্যামেরার কেরামতি
৫০, ১৩ আর ২ মেগা পিক্সেলের তিন তিনটে ক্যামেরার মিশেল আশানুরূপ কাজ দেবে এতো বলাই বাহুল্য। উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল দিনে, ক্যামেরাগুলি সোশ্যাল মিডিয়ার জন্য ছবি তোলার জন্য যথেষ্ট ভাল। তবে, কম-আলোর পরিস্থিতি বা রাতে তেমন ভাল ছবি আসবে না। ২ মেগা পিক্সেলের ম্যাক্রো ক্যামেরাটি যে শুধুমাত্র দেখানোর জন্য সেটা বলার অপেক্ষা রাখে না।
এক ঘণ্টায় সারাদিনের চার্জ
ফোনের সঙ্গেই যে ৬৮ ওয়াট চার্জার আসে সেটা এজ ৩০ ফিউশনের ৪৪০০ mAH ব্যাটারি চার্জ করতে প্রায় এক ঘন্টা সময় নেয়। আর ব্যাটারি এক বার চার্জ করে নিলে স্বাভাবিক ব্যবহারে প্রায় এক দিন চলে যাবে।
এটুকু বলে যেতেই পারে যে, মোটোরোলা Edge 30 Fusion ৪২৯৯৯ টাকায় একটি ভাল স্মার্টফোন।