Moto Razr 2022 আপাতত শুধুমাত্র চিনে লঞ্চ করা হয়েছে। সেখানে স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় অর্থে প্রায় ৭০,৮০০ টাকা। তবে এই সেটটি কবে ভারত-সহ অন্য দেশে লঞ্চ করা হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে স্মার্টফোনটি চিনের বাজারে একচেটিয়া ব্যবসা করবে বলেই আশা করা যাচ্ছে।
Moto Razr 2022: স্পেসিফিকেশন
advertisement
Moto Razr 2022-তে Samsung Galaxy Z Fold 4-এর মতোই ক্ল্যামশেলের মতো ফোল্ডিং ফিচার রয়েছে। ফোল্ডেবল ছাড়াও এতে একটি 2.7-ইঞ্চি AMOLED কুইকভিউ ডিসপ্লে রয়েছে। এর সাহায্যে ব্যবহারকারীরা মেইন ডিসপ্লে না খুলেই বিভিন্ন তথ্য অ্যাক্সেস করতে পারবেন। মেইন ডিসপ্লেতে একটি 6.67-ইঞ্চি ফোল্ডেবল POLED প্যানেল রয়েছে, একটি FHD+ রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেটও রয়েছে। এ ছাড়াও Moto Razr 2022-তে থাকছে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট এবং 12GB পর্যন্ত RAM। এর সঙ্গেই রয়েছে 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধে। স্মার্টফোনটিতে 3,300mAh ব্যাটারি রয়েছে যা 33W চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
অপটিক্সের দিক থেকে বলতে গেলে এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গেই 50-মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার এবং একটি 13-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এছাড়াও এতে 32-মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার ক্যামেরাও রয়েছে।
ফিচার অনুযায়ী দেখতে হলে Moto Razr 2022 এবং Samsung Galaxy Z Flip 4 উভয়ই একে অপরের প্রতিদ্বন্দ্বী। Moto Razr 2022 ভারত ও অন্য দেশে লঞ্চ হলে স্মার্টফোনটি Samsung Galaxy Z Flip 4-কে টেক্কা দেবে বলেই মনে হচ্ছে। যদিও এখনো পর্যন্ত Moto ভারতে আনার বিষয়ে কোম্পানির তরফে কিছু জানানো হয়নি, তবে Samsung-কে টেক্কা দিতে তারা অতি শীঘ্রই বাজারে আসবে বলে মনে হচ্ছে।