TRENDING:

শীঘ্রই বাজারে আসতে চলেছে Moto E13, দাম ১০ হাজার টাকার কম, জেনে নিন ফিচার্স

Last Updated:

Moto E13 launch date: Moto E13 স্মার্টফোন আগামী ৮ ফেব্রুয়ারি লঞ্চ করা হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জনপ্রিয় মোবাইল কোম্পানি Motorola ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোন। সম্প্রতি গ্লোবাল মার্কেটে Moto E13 স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এই এন্ট্রি-লেভেল হ্যান্ডসেটটি UniSoc প্রসেসর যুক্ত। সম্প্রতি জানা গিয়েছে যে, খুব শীঘ্রই ভারতে লঞ্চ করা হতে পারে Moto E13 স্মার্টফোন। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। কিন্তু অনলাইনে টিপস্টাররা দাবি করেছেন যে, আগামী সপ্তাহেই ভারতে লঞ্চ করা হতে পারে Moto E13।
advertisement

সম্প্রতি টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন যে, ভারতে শীঘ্রই একটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ Moto E13 স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। ডিভাইসটি অরোরা গ্রিন কালারে ভারতে উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে। টিপস্টারের তরফে জানানো হয়েছে যে, Moto E13 স্মার্টফোন আগামী ৮ ফেব্রুয়ারি লঞ্চ করা হতে পারে।

৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজযুক্ত এই ফোন ১০,০০০ টাকারও কমে ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু স্মার্টফোনের দাম ঠিক কত টাকা রাখা হবে, তা জানার জন্য আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart থেকে এই ফোনটি কেনা যাবে। সম্প্রতি ইউরোপের বাজারে Moto E13 স্মার্টফোনের ২ জিবি র‍্যাম ও ৬৪ জিবি মডেলটিকে ১১৯.৯৯ ইউরো অর্থাৎ প্রায় ১০,৭০০ টাকায় লঞ্চ করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?

Moto E13 ফোনের সম্ভাব্য ফিচার -

Moto E13 স্মার্টফোন ফোনে ওয়াটারড্রপ নচ সহ ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি এইচডি+ ডিসপ্লে থাকতে পারে, যা ৭২০ x ১৬০০ পিক্সেল রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরমেন্সের জন্য স্মার্টফোনে থাকতে পারে Unisoc T606 প্রসেসর, যা এন্ট্রি লেভেলের চিপসেট। পাওয়ার ব্যাকআপের জন্য হ্যান্ডসেটটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। Moto E13 স্মার্টফোনে ৬৪ গিগাবাইট ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে, তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। Moto E13 স্মার্টফোনে Android 13 Go এডিশন থাকতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

Motorola-র এই বাজেট ফোনটির পিছনের দিকে থাকতে পারে সিঙ্গল ক্যামেরা সেটআপ। Moto E13 স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পাওয়া যেতে পারে। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। আগামী দিনে ভারতে ১০,০০০ টাকার কম দামে লঞ্চ হতে চলা Moto E13 স্মার্টফোনটি ইতিমধ্যে মার্কেটে উপস্থিত Redmi A1+, Poco C50 এবং Realme C33-এর মতো ফোনগুলিকে জোর টক্কর দেবে বলে আশা করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
শীঘ্রই বাজারে আসতে চলেছে Moto E13, দাম ১০ হাজার টাকার কম, জেনে নিন ফিচার্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল