TRENDING:

General Knowledge: ফোনের চার্জারের গায়ে থাকা চিহ্নগুলি কখনও খুঁটিয়ে দেখেছেন কি? জানেন এই সব প্রতীকের অর্থ?

Last Updated:

General knowledge: রোজ আমরা এই চার্জার ব্যবহার করি ঠিকই, কিন্তু চার্জারের গায়ে লেখা চিহ্নগুলি কখনওই লক্ষ্য করি না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আজকাল প্রায় সকলের হাতেই মোবাইল ফোন। আর এই ফোন ছাড়া জীবনটা প্রায় ভাবাই যায় না। কারণ ছোট থেকে বড় সব রকম কাজই আজকাল মুঠোফোনেই হয়ে যাচ্ছে। তাই বুঝেশুনে নানা দিক খতিয়ে দেখে তবেই মোবাইল ফোন কিনে থাকেন গ্রাহকেরা। আর তা কেনার সময় অধিকাংশ ক্ষেত্রেই ফোনের বাক্সে থাকে চার্জার। কারণ মোবাইল ফোন চালু রাখার জন্য তা ভীষণই জরুরি। রোজ আমরা এই চার্জার ব্যবহার করি ঠিকই, কিন্তু চার্জারের গায়ে লেখা চিহ্নগুলি কখনওই লক্ষ্য করি না। অথচ এগুলির কিন্তু আলাদাই অর্থ রয়েছে! আজ জেনে নেওয়া যাক সেই সব চিহ্নের অর্থই।
advertisement

ডবল স্কোয়্যার:

এটি ডবল ইনসুলেটেডের প্রতীক। এর অর্থ হল, চার্জারের ভিতরে থাকা তারগুলি ভাল ভাবে প্রলেপযুক্ত। আর তাই চার্জার থেকে বৈদ্যুতিক শক পাওয়ার কোনও সম্ভাবনাই নেই। কিন্তু চার্জারে যদি এই চিহ্ন না থাকে, তাহলে বৈদ্যুতিক শক পাওয়ার ঝুঁকিও বেড়ে যায়। তাই এটার দিকে লক্ষ্য রাখতে হবে।

আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?

advertisement

ইংরাজি ‘ভি’ (V) চিহ্ন:

এটি আসলে ইংরাজি ‘V’ অক্ষর নয়। এটা আসলে রোমান ভাষায় লেখা প্রতীক, যার অর্থ হল ৫। এই প্রতীকটি আদতে চার্জারের পাওয়ার লেভেলের এফিশিয়েন্সি চিহ্নিত করে। আর সেখানে এই ‘V’ একটি মানদণ্ড। তবে লোকাল চার্জারের ক্ষেত্রে এই ধরনের প্রতীক চোখে পড়বে না।

হোম সাইন বা হোম চিহ্ন:

advertisement

চার্জারের উপর ঘরবাড়ির মতো চিহ্ন আঁকা থাকে। এটাই হোম সাইন। কিন্তু এর অর্থ কী। এর অর্থ হচ্ছে, এটি শুধুমাত্র বাড়িতেই ব্যবহার করা যাবে। যেখানে ২২০ ভোল্টের যথাযথ পাওয়ার সাপ্লাই রয়েছে। যা কিছু কম অথবা কিছু বেশি হওয়া উচিত নয়। সরাসরি সূর্যের আলোয় এটা ব্যবহার করা যাবে না। এতে চার্জার ফেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

advertisement

ডাস্টবিন সাইন:

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

লক্ষ্য করলে দেখা যাবে যে, এই ডাস্টবিন চিহ্নটি সব ধরনের বৈদ্যুতিক পণ্যেই সাধারণত থাকে। এর অর্থ হল এই পণ্যকে কখনওই ডাস্টবিনে ফেলা উচিত নয়। তার পরিবর্তে বরং এটি সঠিক জায়গায় দেওয়া উচিত, যেখানে এটিকে পুনর্ব্যবহার করা যেতে পারে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
General Knowledge: ফোনের চার্জারের গায়ে থাকা চিহ্নগুলি কখনও খুঁটিয়ে দেখেছেন কি? জানেন এই সব প্রতীকের অর্থ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল