Micromax Note 2 এর গুরুত্বপূর্ণ কয়েকটি ফিচার
Micromax Note 2 ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৯৫ এসওসি (MediaTek Helio G95 SoC)। Micromax-এর নেক্সট জেনারেশনের স্মার্টফোন Micromax Note 2-তে রয়েছে ৩০ডাব্লু (30W) ফাস্ট চার্জ, এর ফলে Micromax Note 2 ফোনটিতে ২৫ মিনিটে হয়ে যাবে ৫০ শতাংশ চার্জ। এছাড়াও Micromax-এর নেক্সট জেনারেশনের স্মার্টফোন Micromax Note 2-তে রয়েছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা। Micromax-এর নেক্সট জেনারেশনের স্মার্টফোন Micromax Note 2-তে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইন্টারগ্রেটেড পাওয়ার বাটন, ভলিউম রকার, হোল-পাঞ্চ (Hole-Punch) ডিসপ্লে, ৩.৫ এমএম (mm) অডিও জ্যাক। Micromax-এর নেক্সট জেনারেশনের স্মার্টফোন Micromax Note 2 ফোনটি পাওয়া যাবে চকোলেট কালারে। মনে করা হচ্ছে ২৫ জানুয়ারি Micromax-এর নেক্সট জেনারেশনের স্মার্টফোন Micromax Note 2 লঞ্চ করার সময় অন্যান্য কালার অপশন সম্পর্কে জানানো হতে পারে।
advertisement
আরও পড়ুন - ২০২২ সালের শেষেই Meta নিয়ে আসছে বিশ্বের দ্রুততম এআই Super Computer
আরও পড়ুন - দুর্দান্ত 5x পেরিস্কোপ জুম-সহ লঞ্চ হতে পারে iPhone 15 Pro, জেনে নিন বিশদে
Micromax অনেকদিন ধরেই ভারতে ৫জি ফোন লঞ্চ করার জন্য অপেক্ষা করে রয়েছে। Lava কোম্পানি আগের বছর Lava Agni 5G ফোন লঞ্চ করার ফলে তারা ভারতে তাদের লঞ্চ করতে চলেছে তাদের ৫জি ফোন। চিনের বিভিন্ন ফোন যেমন Xiaomi, Vivo, Realme ইত্যাদির কাউন্টার পার্ট হিসাবে লঞ্চ করা হতে চলেছে Micromax-এর নেক্সট জেনারেশনের স্মার্টফোন Micromax Note 2। এছাড়াও ভারতের বাজারে Micromax-এর প্রতিযোগী হল Samsung ও Nokia।