আরও পড়ুন: ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসছে ওয়ানপ্লাস 6, দাম কত?
• লাভা Z50-এ পাওয়া যাচ্ছে ২টি রঙে ৷ কালো ও গোল্ডেন রঙে পেয়ে যাবে এই ফোন ৷
• এই ফোনে রয়েছে ৪.৫ ইঞ্চি ডিসপ্লে, ২.৫ ডি কার্ভড কর্নিং গোরিলা গ্লাস ৷
• রয়েছে মিডিয়া টেক প্রসেসর (MT6737m) এবং ১.১ গিগা হার্ৎজ কোয়াডকোর প্রসেসর ৷
advertisement
• এই ফোনে রয়েছে ১ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ৷
• অ্যান্ড্রয়েড ওরিও(গো এডিশন) রয়েছে এই ফোনে ৷
• ৫ মেগা পিক্সেল ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা রয়েছে লাভা Z50-এ ৷
• ১০টি ভারতীয় ভাষা রয়েছে এতে ৷
• ২ বছরের ওয়ারেন্টির পাশাপাশি লঞ্চ অফার হিসাবে একবারের জন্য স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার পাওয়া যাবে ৷
advertisement
• ভারতে এর দাম পড়বে ২৪০০ টাকা ৷
আরও পড়ুন:VoLTE Beta পোগ্রাম নিয়ে আসছে এয়ারটেল, বিনামূল্যে পাওয়া যাবে ডেটা
Location :
First Published :
March 24, 2018 2:09 PM IST