TRENDING:

Jio vs Airtel Vs Vi: বিনামূল্যে ডিজনি হটস্টার সাবস্ক্রিপশন! এই প্ল্যানে সুবিধা দিচ্ছে Jio, Airtel ও Vi

Last Updated:

Jio, Airtel এবং Vi-এর নির্দিষ্ট প্ল্যানের সঙ্গেই ডিজনি+হটস্টারে স্ট্রিমিং ম্যাচ, শো এবং বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নির্দিষ্ট কিছু প্রিপেইড প্ল্যানে বিনামূল্যে ডিজনি+হটস্টারের সাবস্ক্রিপশন দিচ্ছে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। এই প্যাকেজে ডিজনি+হটস্টারের সাবস্ক্রিপশন ছাড়াও সীমাহীন কলিং, এসএমএস ডেটা এবং আরও কিছু সুবিধে পাওয়া যাচ্ছে।
advertisement

আলাদাভাবে আর হটস্টারের প্ল্যান সাবস্ক্রিপশন করার দরকার নেই। জিও, এয়ারটেল এবং ভিআই-এর নির্দিষ্ট প্ল্যানের সঙ্গেই ডিজনি+হটস্টারে স্ট্রিমিং ম্যাচ, শো এবং বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ। এখানে সেই প্ল্যানগুলোর বিস্তারিত জানানো হল।

ডিজনি+হটস্টার সাবস্ক্রিপশন-সহ জিও-র প্ল্যান:

১৪৯৯ টাকার প্ল্যান – ৮৪ দিনের প্ল্যান। সীমাহীন কলিং, প্রতিদিন ১০০ এসএমএস ফ্রি। দৈনিক ২ জিবি-সহ পাওয়া যাবে মোট ১৬৮ জিবি ডেটা। ব্যাবহারকারীরা জিও টিভি, জিও সিনেমা এবং আরও অনেক কিছুর বিনামূল্যে অ্যাক্সেস-সহ ১ বছরের ডিজনি+হটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন।

advertisement

আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে

৪১৯৯ টাকার প্ল্যান – এক বছরের প্ল্যান। সীমাহীন কলিং, প্রতিদিন ১০০ এসএমএস ফ্রি। দৈনিক ৩ জিবি ডেটা-সহ মোট ১০৯৫ জিবি ডেটা মিলবে। এবং অবশ্যই জিও অ্যাপের সুবিধা সহ একবছরের ডিজনি+হটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিনামূল্যে।

advertisement

ডিজনি+হটস্টার সাবস্ক্রিপশন-সহ এয়ারটেলের প্ল্যান:

১৮১ টাকার প্ল্যান – ৩০ দিনের মেয়াদ। দৈনিক ১ জিবি ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস-সহ মোবাইলে ডিজনি+হটস্টারের ৩ মাসের সাবস্ক্রিপশন বিনামূল্যে।

৩৯৯ টাকার প্ল্যান – ২৮ দিনের প্ল্যান। সীমাহীন কলিংয়ের সুযোগ। প্রতিদিন ১০০ এসএমএস বিনামূল্যে। সঙ্গে ২ জিবি দৈনিক ডেটা এবং ডিজনি+হটস্টারের ৩ মাসের মোবাইল সাবস্ক্রিপশন বিনামূল্যে।

advertisement

৪৯৯ টাকার প্ল্যান – ২৮ দিনের বৈধতা। ২ জিবি দৈনিক ডেটা। সীমাহীন কলিং, প্রতিদিন ১০০ এসএমএস ফ্রি। সঙ্গে ডিজনি+হটস্টারের ১ বছরের মোবাইল সাবস্ক্রিপশন বিনামূল্যে।

৫৯৯ টাকার প্ল্যান - ২৮ দিনের বৈধতা। ৩ জিবি দৈনিক ডেটা। সীমাহীন কলিং, প্রতিদিন ১০০ এসএমএস ফ্রি। সঙ্গে ডিজনি+হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন বিনামূল্যে।

আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে

advertisement

৮৩৯ টাকার প্ল্যান – এই প্ল্যানের মেয়াদ ৮৪ দিনের। সীমাহীন কলিং, প্রতিদিন ১০০ এসএমএস বিনামূল্যে। দৈনিক ২ জিবি ডেটার সঙ্গে ডিজনি+হটস্টারের ৩ মাসের মোবাইল সাবস্ক্রিপশন বিনামূল্যে।

২৯৯৯ টাকার প্ল্যান – এক বছরের মেয়াদ। প্রতিদিন ২ জিবি ডেটার সঙ্গে সীমাহীন কলিং, প্রতিদিন ১০০ এসএমএস এবং আরও অনেক কিছু মিলবে। সঙ্গে ডিজনি+হটস্টারের ১ বছরের মোবাইল সাবস্ক্রিপশন বিনামূল্যে।

৩৩৫৯ টাকার প্ল্যান – এক বছরের মেয়াদ। আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ এসএমএস ফ্রি। ডেটা মিলবে দৈনিক ২.৫ জিবি। সঙ্গে ডিজনি+হটস্টারের ১ বছরের মোবাইল সাবস্ক্রিপশন।

ডিজনি+হটস্টার সাবস্ক্রিপশন-সহ ভিআই-এর প্ল্যান:

১৫১ টাকার প্ল্যান – এক মাসের বৈধতা। মোট ৮ জিবি ডেটার সঙ্গে ডিজনি+হটস্টারের ৩ মাসের মোবাইল সাবস্ক্রিপশন।

৩৯৯ টাকার প্ল্যান – ২৮ দিনের বৈধতা। দৈনিক ২.৫ জিবি ডেটার সঙ্গে ডিজনি+হটস্টারের ৩ মাসের মোবাইল সাবস্ক্রিপশন।

৪৯৯ টাকার প্ল্যান – ২৮ দিনের বৈধতা। দৈনিক ২ জিবি ডেটার সঙ্গে ডিজনি+হটস্টারের ১ বছরের মোবাইল সাবস্ক্রিপশন।

৬০১ টাকার প্ল্যান – ২৮ দিনের মেয়াদ। দৈনিক ৩ জিবি ডেটা। ডিজনি+হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন এবং ১৬ জিবি অতিরিক্ত ডেটা।

৯০১ টাকার প্ল্যান – ৭০ দিনের মেয়াদ। প্রতিদিন ৩ জিবি ডেটার সঙ্গে ডিজনি+হটস্টারের ১ বছরের মোবাইল সাবস্ক্রিপশন এবং ৪৮ জিবি অতিরিক্ত ডেটা।

১০৬৬ টাকার প্ল্যান – ২ জিবি দৈনিক ডেটা সহ ৮৪ দিনের বৈধতা। সঙ্গে ডিজনি+হটস্টারের ১ বছরের মোবাইল সাবস্ক্রিপশন।

৩০৯৯ টাকার প্ল্যান – প্ল্যানের মেয়াদ এক বছরের। দৈনিক ২ জিবি ডেটা মিলবে। সঙ্গে ডিজনি+হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন এবং ৭৫ জিবি অতিরিক্ত ডেটা।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Jio vs Airtel Vs Vi: বিনামূল্যে ডিজনি হটস্টার সাবস্ক্রিপশন! এই প্ল্যানে সুবিধা দিচ্ছে Jio, Airtel ও Vi
Open in App
হোম
খবর
ফটো
লোকাল