TRENDING:

গ্রাহকদের জন্য সুখবর ! ফের নয়া ডেটা অফার নিয়ে হাজির জিও

Last Updated:

জিও গ্রাহকদের জন্য সুখবর ৷ এবার জিও ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত ৮জিবি ডেটার ঘোষণা করল মুকেশ আম্বানির সংস্থা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: জিও গ্রাহকদের জন্য সুখবর ৷ এবার জিও ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত ৮জিবি ডেটার ঘোষণা করল মুকেশ আম্বানির সংস্থা ৷ আইপিএল -এর জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছিল জিও ৷ এবার ক্রিকেট টিজার প্যাক নিয়ে এল জিও ৷ নতুন এই অফারে গ্রাহকরা প্রত্যেকদিন পেয়ে যাবেন ২ জিবি করে ৪জি ডেটা ৷
advertisement

অফারটি ভ্যালিডটি চারদিনের জন্য ৷ যারা ২৫১ প্যাকের রিচার্জ করায়নি তারাও এই অফার পাবেন ৷ এই অফারে কেবল অতিরিক্ত ডেটা মিলবে ৷ তবে এসএমএস বা ম্যাসেজের সুবিধা মিলবে না ৷ জিও ক্রিকেট সিজন প্যাকে গ্রাহকদের মানুষের উৎসাহ বাড়াতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷

ক্রিকেট সিজন প্যাকে ৫১ দিনের জন্য ১০২ জিবি ডেটা অফার নিয়ে এসেছিল জিও ৷ অথার্ৎ ২.৫০ টাকারও কমে মিলবে ১ জিবি ডেটা ৷ ক্রিকেট টিজার প্যাকে ২জিবি ৪জি ডেটা মিলবে চারদিনের জন্য ৷ ২জিবি পর 64Kbps এ গ্রাহকরা আনলিমিটেড ডেটা পাবেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

বাছাই করা কয়েকজন গ্রাহকই এই সুবিধা পাবেন। আপনিও সুবিধা পাবেন কি না মাই জিও অ্যাপে গিয়ে দেখে নিন ৷ MyJio app এ গিয়ে ক্লিক করুন My Plans section এ ৷ এটি ফ্রি অ্যাড অন প্যাক ৷ নতুন প্যাকের মূল্য ১০০ টাকা ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
গ্রাহকদের জন্য সুখবর ! ফের নয়া ডেটা অফার নিয়ে হাজির জিও