আক্ষরিক অর্থেই জিও বিপ্লব। রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির ঘোষণা অনুযায়ী গ্রাহকেরা কার্যত বিনামূল্যেই পাবেন এই ফোন ৷ এবার বিশ্বে প্রথম এই ফোনে যুক্ত হতে চলেছে গুগল অ্যাসিন্ট্যান্টের সুবিধা ৷ এর ফলে ব্যবহারকারী ফোনের কিপ্যাড টাচ না করেই শুধুমাত্র কম্যান্ডের মাধ্যমে কাজ করতে পারবেন ৷ ইন্টারনেট জায়ান্ট গুগলের মাধ্যমেই সম্ভব হবে এই কাজ ৷
advertisement
গুগল অ্যাসিন্ট্যান্ট ব্যবহার করে এই হ্যান্ডসেটে কোনও বোতাম না স্পর্শ করেও ফোন করা যাবে ৷ শুধু মাত্র মুখে বলে নির্দিষ্ট অ্যাপ চালানো থেকে গান শোনা, ভিডিও দেখা সবই করা যাবে না ৷
জিওর নয়া চমক
- পৃথিবীর সবচেয়ে সস্তা স্মার্টফোন
- বিশ্বের প্রথম ফোন যাতে রয়েছে গুগল অ্যাসিন্ট্যান্টের সুবিধা
- VoLTE জিওফোন
- ১৫৩ টাকায় মিলবে আনলিমিটেড ডেটা ও কলের সুবিধা
- রয়েছে ইন্টারনেট ও ভিডিও কল করার সুবিধা
- ফেসবুকও করা যাবে
- রয়েছে ফ্রন্ট ও ব্যক ক্যামেরা
- জিও টিভি ও জিও সিনেমা দেখা যাবে
এছাড়াও জিও ফোনে রয়েছে,
-আলফা নিউমেরিক কিপ্যাড
-2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে
-FM রেডিও
-হ্যাডফোন জ্যাক
-এসডি কার্ড স্লট
-ফোরওয়ে নেভিগেশন সিস্টেম
-ফোন কানেক্টর
-কল হিস্ট্রি
-জিও অ্যাপস
-৫ নম্বর বটন টিপলেই ডিস্ট্রেস ম্যাসেজ চলে যাবে ৷
সংস্থা সূত্রে খবর, আপাতত হিন্দি ও ইংরেজি এই দুই ভাষাতেই কম্যান্ড বুঝতে পারবে জিও ফোন ৷ ধীরে ধীরে বাকি ভারতীয় ভাষা এতে যুক্ত করা হবে বলে জানানো হয়েছে ৷ অর্থাৎ এবার শুধু মুখের কথা খসার অপেক্ষা, হুকুম তামিলে হাজির জিও ফোন ৷
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}