TRENDING:

Iphone: এ কী বিপদ; আইফোন নিয়ে বিশেষ সতর্কতা জারি ভারত সরকারের, তালিকায় রয়েছে অ্যাপলের আরও প্রোডাক্ট

Last Updated:

Iphone: যদিও, দেশের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম, সংক্ষেপে CERT-IN, এবার বলছে অ্যাপলের কিছু প্রোডাক্ট নিয়ে সতর্ক হওয়ার সময় এসেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ রাশি রাশি টাকা দিয়ে একটা সাধের জিনিস কেনা। তার পর প্রায় চোখ বুজেই থাকেন অ্যাপলের ইউজাররা, কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া, সবার মনেই এমন ভরসা এই সংস্থার প্রোডাক্ট নিয়ে। ফিচার হোক বা সিকিউরিটি- অ্যাপলের জুড়ি মেলা ভার।
advertisement

আরও পড়ুনঃ এসেছে নতুন মডেল, এবার ঝপাঝপ কমল iPhone13 এবং iPhone14-র দাম

যদিও, দেশের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম, সংক্ষেপে CERT-IN, এবার বলছে অ্যাপলের কিছু প্রোডাক্ট নিয়ে সতর্ক হওয়ার সময় এসেছে। ইউজাররা যদি ভারত সরকারের এই সতর্কতায় কর্ণপাত না করেন, তবে আখেরে ক্ষতি তাঁদেরই। কেন না, শুধু আইফোন নয়, অ্যাপলের ম্যাকবুক, আইপ্যাড এবং আইওয়াচও রয়েছে বিপজ্জনক গ্যাজেটের তালিকায়।

advertisement

কিন্তু ঠিক কী কারণে এরা রাতারাতি বিপজ্জনক হয়ে উঠেছে ইউজারের জন্য?

সমস্যাটা একান্তই সিকিউরিটির। কমপিউটার এমার্জেন্সি রেসপন্স টিম লক্ষ্য করে দেখেছে যে কিছু অ্যাপল প্রোডাক্টের সিকিউরিটি বেশ দুর্বল হয়ে পড়েছে, ফলে যে কোনও সময়ে তারা পড়তে পারে হ্যাকারের খপ্পরে।

আরেকটু স্পষ্ট করে বললে সমস্যা সার্টিফিকেশন ভ্যালিডেশনের। কমপিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের বক্তব্য অনুযায়ী তা কার্নেলে সমস্যা এবং ওয়েবকিটে ত্রুটি হিসেবে গণ্য করতে হবে। এর ফলে হ্যাকার বিশেষ কোনও রিকোয়েস্ট পাঠিয়ে অনায়াসে এই দুর্বলতার সুযোগে ডিভাইসের নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ ভেঙে কার্যসিদ্ধি করতে পারে।

advertisement

সুরক্ষিত থাকার উপায় একটাই- যত তাড়াতাড়ি সম্ভব, সর্বশেষ সিকিউরিটি আপডেট ইনস্টল করে নেওয়া। এর জন্য অ্যাপলের শেষ ভার্সনে শিফ্ট করলেই হবে।

তবে, তারও আগে এটা জানা দরকার কমপিউটার এমার্জেন্সি রেসপন্স টিম কোন কোন ডিভাইসে এই দুর্বলতা খুঁজে পেয়েছে, রইল তার তালিকা-

Apple macOS Monterey versions- ১২.৭-এর পূর্ববর্তী

advertisement

Apple macOS Ventura versions- ১৩.৬-এর পূর্ববর্তী

Apple watchOS versions- ৯.৬.৩-এর পূর্ববর্তী

Apple watchOS versions- ১০.০১.১-এর পূর্ববর্তী

Apple iOS versions- ১৬.৭-এর পূর্ববর্তী এবং iPadOS versions- ১৬.৭-এর পূর্ববর্তী

Apple iOS versions- ১৭.০.১-এর পূর্ববর্তী এবং iPadOS versions- ১৭.০.১-এর পূর্ববর্তী

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Apple Safari versions- ১৬.৬.১-এর পূর্ববর্তী

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Iphone: এ কী বিপদ; আইফোন নিয়ে বিশেষ সতর্কতা জারি ভারত সরকারের, তালিকায় রয়েছে অ্যাপলের আরও প্রোডাক্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল