এসেছে নতুন মডেল, এবার ঝপাঝপ কমল iPhone13 এবং iPhone14-র দাম
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
iPhone13 এবং iPhone14-র উপরে দেওয়া হচ্ছে ধামাকা অফার। একই সঙ্গে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক অফার।
iPhone15 লঞ্চের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে এক ধাক্কায় অনেকটাই কম হল iPhone13 এবং iPhone14-র দাম। অ্যাপল ইভেন্ট ২০২৩-এ iPhone15 সিরিজ লঞ্চ করা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া এই ইভেন্টে অ্যাপল তার সর্বশেষ iPhone15 এবং iPhone15 প্লাস লঞ্চ করেছে। প্রতি বারের মতো এবারও নতুন আইফোন সিরিজের লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই এক ধাক্কায় অনেকটাই দাম কমে গিয়েছে আইফোন ১৩ এবং আইফোন ১৪-র।
advertisement
advertisement
আইফোন ১৪ স্ট্যান্ডার্ড সংস্করণের বেস ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম এখন ৬৯,৯০০ টাকা থেকে শুরু। অন্য দিকে, আইফোন ১৪ প্লাসের দাম এখন ৭৯,৯০০ টাকা। গ্রাহকরা যদি আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে চান, তাহলে তাঁদের পুরনো ফোনের বয়স এবং কোয়ালিটির উপর নির্ভর করবে এক্সচেঞ্জ মূল্য। এই ক্ষেত্রে গ্রাহকরা প্রায় ৬৭,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন।
advertisement
প্রতি বছরের মতো এবারও অ্যাপল আগের প্রজন্মের আইফোনের দাম কমিয়েছে নতুনগুলোকে জনপ্রিয় করতে। কিন্তু, গ্রাহকদের কাছে এখনও খুবই জনপ্রিয় আইফোন ১৪। অন্য দিকে, আইফোন ১৩ আরও এক বছরের পুরনো হলেও, এরও ভালই চাহিদা রয়েছে। তাই গ্রাহকদের কাছে এটি একটি আইফোন নেওয়ার উপযুক্ত সময় হতে পারে। কারণ আইফোন ১৩ এবং আইফোন ১৪-র দাম এক ধাক্কায় প্রায় ১০,০০০ টাকা কম হয়েছে।
advertisement
advertisement