১. একইসঙ্গে মাল্টিপল সিলেকশন কি
iPhone-এএকসঙ্গে একাধিক মেসেজ, ছবি বা ভিডিও নির্বাচন করা খুব সহজ। একবারে সব মেসেজ বা ভিডিও বা ছবি সিলেক্ট করতে ‘সিলেক্ট অল’ অপশনে ক্লিক করতে হয়। তবে মাঝখানে বা উপর থেকে একাধিক বিষয় সিলেক্ট করতে হলে এতে ডবল ক্লিক করতে হবে এবং তারপর সিলেক্ট বারটিকে নিচের দিকে স্লাইড করতে হবে। সিলেকশন ক্যান্সেল করতে বারটিকে উপরের দিকে স্লাইড করতে হবে।
advertisement
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
২. সিঙ্গল ট্যাপে জুম ইন এবং জুম আউট
iPhone-এ ম্যাপ দেখার সময় কোনও অংশকে জুম ইন বা জুম আউট করার জন্য দুটি আঙুল ব্যবহার করার দরকার নেই। এর জন্য প্রথমে স্ক্রিনের নির্দিষ্ট জায়গায় আলতো ভাবে প্রেস করতে হবে যে অংশটি ব্যবহারকারী জুম ইন বা আউট করতে চান। এরপর নিচে বারটিকে স্লাইড করতে হবে। এই ভাবে ব্যবহারকারীরা ট্যাপ এবং স্লাইড করে খুব সহজেই জুম ইন এবং জুম আউট করতে সক্ষম হবেন।
আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন
৩. সিঙ্গল ক্লিকেই স্ক্রিনের টপে পৌঁছানো
কোনও ফাইল বা ছবি দেখতে দেখতে আমরা অনেক সময় ফোনের অনেক নিচে নেমে যাই। এর পরে উপরে যাওয়ার জন্য দ্রুত স্লাইডিং শুরু করি। যদি স্ক্রিন রিফ্রেশ রেট 120hz হয় তাহলে দ্রুত ওপরের দিকে পৌঁছানো সম্ভব। নয় তো এর জন্য বাম দিকে ক্লকের ওপর ক্লিক করতে পারি আমরা। এটিতে ক্লিক করলে ফাইল বা ফোল্ডার স্ক্রল ছাড়াও গ্যালারির ওপরে পৌঁছানো যায়।
৪. শর্টকাটে ফ্ল্যাশ লাইটের ব্যবহার
সাধারণত আমাদের ফোনে নোটিফিকেশন বারটি স্লাইড করে তারপর ফ্ল্যাশলাইট চালু করতে হয়। iPhone-এ ফ্ল্যাশ লাইটের আলো বাড়াতে বা কমাতে এর ওপর কিছুক্ষণ আলতো করে চেপে রাখতে হবে। এরপরে ব্যবহারকারীরা উপরে দিকে স্লাইড করে আলো বাড়াতে পারেন এবং নিচের দিকে স্লাইড করে আলো কমাতে পারেন। এছাড়াও ফ্ল্যাশলাইট চালু করার পরে যখন স্ক্রিনটি বন্ধ থাকে, তখন স্ক্রিনটিকে বাম দিকে স্লাইড করেও এটি বন্ধ করা যেতে পারে।