এই ফিচার ব্যবহার করার জন্য নির্দিষ্ট কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে -
এই ফিচারটি ব্যবহার করতে, ইউজারদের যে কোনও ছবিতে দীর্ঘক্ষণ প্রেস করতে হবে এবং এটি অন্য অ্যাপে টেনে আনতে হবে বা এটি কপিও করা যেতে পারে। আইওএস ১৬-এ এই ফিচারটির মাধ্যমে, যে কোনও চিত্র থেকে কাটআউট স্টিকার তৈরি করা খুব সহজ।
advertisement
- প্রথমেই iOS 16 চালিত যে কোনও ডিভাইসে গ্যালারি থেকে যে কোনও ছবি নির্বাচন করতে হবে।
- এরপর সেই ছবিটিতে দীর্ঘক্ষণ চেপে রাখতে হবে এবং সেটি টানতে হবে।
- এরপর সেই ছবিটি থেকে কাটআউটটি বের করতে হবে।
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
- এরপর মেনু পপ আপ করার জন্য অপেক্ষা করতে হবে।
- মেনু খোলার সঙ্গে সঙ্গে কপি অপশনটি নির্বাচন করতে হবে।
- এরপর সেই কাটআউটটি যে কোনও জায়গায় পেস্ট করা যাবে।
এক নজরে দেখে নেওয়া যাক ফাইল অ্যাপের মাধ্যমে ফটো থেকে স্টিকার তৈরি করার উপায় -
- প্রথমে যে ছবি থেকে স্টিকার বানানো হবে, সেটি ওপেন করতে হবে।
- এরপর, ডিসপ্লের নিচের বাম কোণে উপস্থিত শেয়ার আইকনে ক্লিক করতে হবে।
- এরপর সেখানে একটি ড্রপ-ডাউন মেনু দেখা যাবে। সেখান থেকে সেভ টু ফাইলস নির্বাচন করতে হবে।
- সেটি সেভ করার পরে, ফাইল অ্যাপে যেতে হবে।
- এরপর নিজেদের পছন্দ মতো ফটো বেছে নিতে হবে।
- এরপর সেই ফটো আলতো চেপে ধরে রাখতে হবে।
- এরপর, বিকল্পগুলি থেকে কুইক অ্যাকশন বিকল্পটি নির্বাচন করতে হবে।
- এরপর রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করতে হবে।