TRENDING:

iPhone 16: বাজারে এই তারিখ থেকে শুরু হচ্ছে iPhone 16-এর বিক্রি, আপনি কিনছেন তো?

Last Updated:

iPhone 16: অবশেষে অপেক্ষার অবসান, ভারতের বাজারে শুরু হচ্ছে iPhone 16-এর বিক্রি৷ আপনি কিনছেন তো?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আউফোন লাভারদের জন্য সুখবর৷ Apple-এর তরফ থেকে জানানো হয়েছে ২০ সেপ্টেম্বর থেকে iPhone 16 সিরিজের স্মার্টফোন বিক্রি শুরু হবে। সূত্র জানিয়েছে যে সংস্থাটি প্রথমবারের জন্য ভারতে আইফোন প্রো সিরিজের বিক্রি শুরু হবে৷ আইফোনের বাকি মডেলগুলির বিক্রি শুরু করা হবে পরে৷
ভারতে কবে থেকে বিক্রি শুরু হচ্ছে আইফোন ১৬-এর? জানুন
ভারতে কবে থেকে বিক্রি শুরু হচ্ছে আইফোন ১৬-এর? জানুন
advertisement

আরও পড়ুন : ‘মার্সিডিজ’ নাম ছিল এক মেয়ের! সেখান থেকে গাড়ির সংস্থা! এই গল্প অনেকের অজানা

অ্যাপল ইন্ডিয়ার মুখপাত্র বলেছেন, “iPhone 16 সিরিজের ফোনগুলি শীঘ্রই দেশে শুরু হবে।” তবে, ভারতে তৈরি আইফোন প্রো সিরিজের ফোনগুলির বিক্রি কবে থেকে শুরু হবে তা নিয়ে কিছু জানানো হয়নি৷ বাজেটে আমদানি শুল্ক কমানোর কারণে এই প্রথম কোম্পানিটি আগের সংস্করণের তুলনায় অনেক কম দামে iPhone Pro সিরিজের বিক্রি শুরু করছে।

advertisement

আরও পড়ুন : জলের দরে সস্তা! ৭০% ছাড়ে পাবেন হোম অ্যাপ্লায়েন্স, Mi-এর ‘দিওয়ালি সেল’-এ ধামাকা অফার, কবে থেকে শুরু?

কোম্পানি এক বিবৃতিতে বলেছে, “আইফোন 16 প্রো শুরু হচ্ছে ১,১৯,৯০০ টাকা এবং iPhone 16 প্রো ম্যাক্সের মূল্য ১,৪৪,৯০০ টাকা।” প্রায় এক বছর আগে, iPhone 15 Pro-এর দাম ছিল ১,৩৪,৯০০ টাকা এবং iPhone 15 Pro Max-এর দাম ছিল ১,৫৯,৯৯ টাকা।

advertisement

iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max ১২৮GB, ২৫৬GB, ৫১২GB এবং ১TB স্টোরেজ ক্ষমতায় পাওয়া যাবে। এর মধ্যে আইফোন সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে বড় ডিসপ্লের আকার হবে ৬.৩ ইঞ্চি এবং ৬.৯ ইঞ্চি। তবে, ভারতে তৈরি হওয়া iPhone 16 এবং iPhone 16 Plus-এর দামের মধ্যে খুব বেশি ফারাক নেই। অ্যাপল বলেছে, “আইফোন 16-এর মূল্য ৭৯.৯০০ টাকা এবং iPhone 16 প্লাসের দাম শুরু হচ্ছে ৮৯,৯০০ টাকা।”

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/মোবাইল/
iPhone 16: বাজারে এই তারিখ থেকে শুরু হচ্ছে iPhone 16-এর বিক্রি, আপনি কিনছেন তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল