এই বছর আইফোন মিনি সিরিজের পরিবর্তে অ্যাপল নিয়ে এসেছে অন্য একটি মডেল। অ্যাপল আইফোন মিনি সিরিজের পরিবর্তে এ বার পাওয়া যাবে আইফোন ১৪ প্লাস। আইফোন ১৪ প্লাস-এর মূল আকর্ষণের জায়গা হল অনেকটা বড় ডিসপ্লে।
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
advertisement
যদিও তথ্য বলছে অন্য কথা। রিপোর্ট অনুযায়ী এই নতুন আইফোন ১৪ প্লাস ফোনের চাহিদা খুব বেশি নয়। বরং গত বছর আইফোন ১৩ মিনি ফোন বিক্রি হয়েছিল অনেক বেশি। বিশ্লেষক মিং চি কুও জানিয়েছেন যে, নতুন এই আইফোন ১৪ প্লাসের চাহিদা খুবই কম। ফলে অ্যাপল তাদের নব সংযোজিত এই আইফোন ১৪ প্লাসের উৎপাদন কমিয়ে দিতে পারে। কুও মনে করছেন আইফোন ১৪ প্লাসের উৎপাদন কমিয়ে অ্যাপল হয়তো আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সের উৎপাদন বাড়িয়ে দেবে। কারণ অ্যাপলের এই দু’টি ফোন বেস্টসেলার হতে পারে।
ভারতে আইফোন ১৪ প্লাসের দাম -
বিশ্ব বাজারে আইফোন ১৪ প্লাসের দাম ৮৯৯ ডলার। ভারতের বাজারে আইফোন ১৪ প্লাস সিরিজের দাম ৮৯,৯০০ টাকা থেকে শুরু। আইফোন ১৪ প্লাসের ২৫৬ জিবি মডেলের দাম ৯৯,৯০০ টাকা এবং ৫১২ জিবি মডেলের দাম ১,১৯,৯০০ টাকা। ভারতের বাজারে আইফোন ১৪ প্লাস পাওয়া যাচ্ছে পাঁচটি রঙের মডেলে। সেগুলি হল - মিডনাইট, ব্লু, স্টারলাইট, পারপেল এবং রেড।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
আইফোন ১৪ প্লাসের ফিচার -
আইফোন ১৪ প্লাসে ব্যবহার করা হয়েছে ৬.৭ ইঞ্চির সুপার রেটিনা এইচডিআর ডিসপ্লে। আইফোন ১৪ প্লাসে ব্যবহার করা হয়েছে নতুন ভার্সনের অ্যাপল এ১৫ বায়োনিক চিপ। আইফোন ১৩ সিরজের ফোনে ব্যবহার করা হয়েছে এ১৫ বায়োনিক চিপ। আইফোন ১৪ প্লাসের ফোনে ব্যবহার করা হয়েছে ১২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ, ১২ মেগাপিক্সেলের প্রাইমারি শুটার যা বড় সেন্সর ও বড় পিক্সেল যুক্ত। আইফোন ১৪ প্লাসে ব্যবহার করা হয়েছে আইওএস ১৬ ভার্সন।