TRENDING:

অন্য নেটওয়ার্কে মোবাইল নম্বর পোর্ট করাতে চান? দেখে নিন সবচেয়ে সহজ উপায়

Last Updated:

কেউ যদি নিজেদের বর্তমান ফোন নম্বরটি অন্য টেলিকম কোম্পানিতে পোর্ট করতে চান, খুব সহজেই তা করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেউ যদি নিজেদের বর্তমান টেলিকম অপারেটরের পরিষেবা নিয়ে খুশি না হন, তাহলে তাঁদের জন্য রয়েছে সুখবর। এছাড়াও কেউ যদি ভারতের অন্য কোথাও চলে গিয়ে থাকেন এবং সেখানে কোম্পানির নেটওয়ার্ক ভাল না লাগে, অসুবিধা নেই। এমন পরিস্থিতিতে, কেউ যদি নিজেদের বর্তমান ফোন নম্বরটি অন্য টেলিকম কোম্পানিতে পোর্ট করতে চান, খুব সহজেই তা করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement

প্রথমত, ইউজাররা কোন টেলিকম অপারেটর নির্বাচন করতে চান, তা ঠিক করতে হবে। বর্তমানে, Jio, Airtel, Vi এবং BSNL-এর মতো বড় টেলিকম সংস্থাগুলি ভারতে টেলিকম পরিষেবা সরবরাহ করে থাকে।

এর পরে, ইউজারদের সেই নম্বর থেকে PORT XXXXXXXXXX (১০ সংখ্যার মোবাইল নম্বর) লিখে ১৯০০ নম্বরে একটি বার্তা পাঠাতে হবে। এখানে জেনে রাখা প্রয়োজন যে এর জন্য ইউজারদের ফোন নম্বরটি SMS-এর জন্য রিচার্জ করতে হবে।

advertisement

এর পরে, সেই ইউজার ১৯০১ নম্বর থেকে একটি ৮-সংখ্যার UPC কোড অর্থাৎ পোর্টিং কোড পাবে। ভারতের কিছু জায়গা ছাড়া, এই UPC কোডটি ৪ দিনের জন্য বৈধ।

আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?

এর পর ইউজারকে সেই নেটওয়ার্ক অপারেটরের নিকটস্থ দোকান বা অফিসে যেতে হবে। তারপর তাঁদের ইউপিসি কোড এবং ঠিকানার মতো প্রয়োজনীয় নথি সরবরাহ করতে হবে। সেখানে তাঁকে একটি সিম দেওয়া হবে। জেনে রাখা প্রয়োজন যে, অনেক কোম্পানি এখন সিম হোম ডেলিভারিও করে। এর জন্য, তাদের সাইট বা অ্যাপে গিয়ে ফোন নম্বর ও ঠিকানা লিখতে হবে। এর পরে, কোম্পানির একজন ব্যক্তি ইউজারের বাড়িতে এসে প্রয়োজনীয় ডকুমেন্ট আর ইউপিসি কোড নিয়ে সিম দিয়ে যাবেন। এর জন্য তাঁকে টাকা দিতে হবে সংস্থা যা ধার্য করছে সেই অনুসারে।

advertisement

এর পরে, পোর্টিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে প্রায় দুই দিন বা চার দিন পর্যন্ত সময় লাগে। বিশেষ কিছু পরিস্থিতিতে এই সময়টা বেশি হতে পারে। কারণ এই সময়ে নতুন অপারেটর পুরনো অপারেটরের কাছে বিল পেমেন্টের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের জন্য অনুরোধ পাঠায়।

সেই অনুরোধ অনুমোদিত হওয়ার পরে, নেটওয়ার্ক স্যুইচের সময় এবং সেই দিন নতুন অপারেটর ইউজারকে একটি বার্তা পাঠিয়ে জানিয়ে দেবে। তারপর ফোনে সিগন্যাল দেখা বন্ধ করার সঙ্গে সঙ্গে, নতুন অপারেটরের দেওয়া সিমটি ফোনে লাগাতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
অন্য নেটওয়ার্কে মোবাইল নম্বর পোর্ট করাতে চান? দেখে নিন সবচেয়ে সহজ উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল