TRENDING:

Google Pixel 7 Series: ভারতে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ৭ প্রো, দেখে নিন কবে প্রি-অর্ডার

Last Updated:

Google পিক্সেল ৭ এবং Google পিক্সেল ৭ প্রো ফোনে ডিজাইন অনেকটাই পিক্সেল ৬ ফোনের মতো হতে পারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাজারে আসতে চলেছে Google-এর পিক্সেল ৭ স্মার্টফোন। তেমনই ইঙ্গিত মিলেছে সংস্থার তরফে। সম্প্রতি Google-এর তরফে একটি টিজার রিলিজ করা হয়েছে। সেই টিজার ভিডিও-য় দেখা যাচ্ছে একটি পিক্সেল ৭ প্রো ফোন। যা নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে। রহস্য রেখে Google-এর টিজার ভিডিও-টিতে শেষ পর্যন্ত পিক্সেল ৭ প্রো ফোনটিকে ঝাপসা দেখানো হয়েছে।
advertisement

Google-এর এই ফোন নিয়েই আম জনতার মধ্যে এমনিতেই উৎসাহ রয়েছে। সকলেই জানতে চান Google তাদের এই পিক্সেল ৭ প্রো ফোনে কী কী নতুন ফিচার নিয়ে আসতে চলেছে। Google এই বছরের শুরুতেই তাদের আই/ও ২০২২-এ নতুন এই ফোনের ডিজাইন সম্পর্কে জানিয়ে দিয়েছিল। Google-এর লঞ্চ করা টিজার ভিডিও-র একদম শেষে এই ফোনের পিছনের অংশ কিছুটা দেখা গিয়েছে।

advertisement

আরও পড়ুন - ল্যাপটপ ON থাকা অবস্থাতে হাতে নিয়ে ঘোরাঘুরি করেন? হতে পারে মারাত্মক ক্ষতি

জানা গিয়েছে, Google পিক্সেল ৭ এবং Google পিক্সেল ৭ প্রো ফোনে ডিজাইন অনেকটাই পিক্সেল ৬ ফোনের মতো হতে পারে। কিন্তু, পিক্সেল ৭ সিরিজের ফোনে ক্যামেরা মডিউলের নকশা নতুন করে তৈরি করা হয়ে থাকতে পারে। পিক্সেল ৭ সিরিজের ফোনে ব্যবহার করা হতে পারে মেটালিক ক্যামেরা মডিউল যা পুরোটাই কালো রঙের। সেখানেই ব্যবহার করা হতে পারে ক্যামেরা লেন্সের জন্য একটি অথবা দু’টি কাটআউট। Google পিক্সেল ৭ সিরিজের ফোনে ব্যবহার করা হতে পারে সেকেন্ড জেনারেশন Google টেনসর।

advertisement

Google-এর নিজস্ব চিপসেট ব্যবহার করা হতে পারে এই ফোনে, যা Samsung-এর সঙ্গে যৌথ ভাবে ডিজাইন করা হয়েছে। Google-এর তরফে জানানো হয়েছে যে পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো— দু’টি ফোনই পাওয়া যাবে তিনটি রঙের মডেলে। পিক্সেল ৭ প্রো পাওয়া যাবে ‘অবসিডিয়ান’, ‘স্নো’ এবং ‘হ্যাজেল হোয়াইট’—এই তিন রঙে। অন্যদিকে পিক্সেল ৭ ফোন পাওয়া যাবে ‘অবসিডিয়ান’, ‘স্নো’ এবং ‘লেমন গ্রাস’ রঙে।

advertisement

আরও পড়ুন - ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করার দিন শেষ, পুরনো মেসেজ চোখের নিমেষে খুঁজে দেবে WhatsApp-এর নয়া ফিচার

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

চলতি বছরের শুরুতেই Google-এর আই/ও ২০২২ অনুষ্ঠিত হয়েছিল। সেই অনুষ্ঠানেই জানানো হয়েছিল Google এই বছরেই লঞ্চ করতে পারে Google পিক্সেল ৭ সিরিজের ফোন। সব কিছু ঠিক থাকলে আগামী ৬ অক্টোবর Google-এর ইভেন্টেই লঞ্চ করা হবে Google পিক্সেলের ৭ সিরিজের ফোন। Google-এর সেই অনুষ্ঠানেই লঞ্চ করা হতে পারে ‘পিক্সেল ওয়াচ’ও। জানা গিয়েছে ৬ অক্টোবর Google পিক্সেল ৭ সিরিজের ফোন লঞ্চ করার দিনেই সেটি প্রিঅর্ডার করতে পারবে গ্রাহকেরা।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Pixel 7 Series: ভারতে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ৭ প্রো, দেখে নিন কবে প্রি-অর্ডার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল