TRENDING:

চলতি মাসেই আসছে Google Pixel 6A! পাওয়া যাবে Flipkart থেকে, ফাঁস হল দাম

Last Updated:

লঞ্চের আগেই Google Pixel 6a‌ ফোনের ফিচার ফাঁস, এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল ফিচার...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Google Pixel 6A: বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই মাসেই লঞ্চ করা হতে পারে Google Pixel 6A স্মার্টফোন। এই বছরের Google I/O-তে এই ফোনের ডেবিউ হয়। গুগলের তরফেও জানানো হয়েছে যে ভারতে লঞ্চ করা হবে Google Pixel 6A ফোন। Google Pixel 4A-র পরে এটাই প্রথম ফোন হতে চলেছে যা ভারতে লঞ্চ করা হবে। ভারতে Google Pixel 4A 5G, Pixel 5 Series এবং Pixel 6 ফ্ল্যাগশিপ লঞ্চ না করা হলেও এই ফোন লঞ্চ করা হতে চলেছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী Google Pixel 6A ফোনের বেশ কিছু ফিচার ইতিমধ্যেই বাইরে বেরিয়ে এসেছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল ফিচার।
advertisement

Google Pixel 6A ফোনের ক্যামেরা -

Google Pixel 6A নতুন করে কোনও উন্নত প্রযুক্তির ক্যামেরা যুক্ত করা হয়নি। এছাড়াও Google Pixel 6A বেশ কয়েকটি সেনসর ব্যবহার করা হবে বলে মনে করা হলেও, মাত্র দু'টি সেনসর ব্যবহার করা হয়েছে। কিন্তু গুগল তাদের এই ফোনে ব্যবহার করেছে নতুন টেনসর চিপসেট।

advertisement

আরও পড়ুন: ১৩টি নতুন মোবাইল প্ল্যানে বিনামূল্যে অ্যামাজন প্রাইম! দেখুন অসাধারণ এই অফার

Google Pixel 6A ফোনের ফ্ল্যাগশিপ হার্ডওয়্যার -

গুগল আগের বছরেই Pixel 6 সিরিজের ফোনে ব্যবহার করেছে টেনসর চিপসেট। এখন Google Pixel 6A ফোনেও ব্যবহার করা হতে চলেছে নতুন টেনসর চিপসেট। গুগল অ্যাপলের কিউ-এর মতো হার্ডওয়্যার এবং সফটওয়্যার ব্যবহার করার চেষ্টা করেছে Google Pixel 6A ফোনে। গুগলের এই Google Pixel 6A ফোনে ব্যবহার করা হতে চলেছে ফ্ল্যাগশিপ হার্ডওয়্যার।

advertisement

Google Pixel 6A ফোনের অন্যান্য ফিচার -

Google Pixel 6A ফোনে ব্যবহার করা হতে চলেছে ওলেড ডিসপ্লে। Google Pixel 6A ফোনে ব্যবহার করা হতে চলেছে ৬০ এইচজেড রিফ্রেশ রেট। কিন্তু বর্তমানে বেশিরভাগ ফোনে ব্যবহার করা হচ্ছে ৯০ এইচজেড স্ক্রিন। এর ফলে গুগলের এই ফোনে অন্যান্য ফোনের মতো ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে না। যা এখন বেশিরভাগ ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: মাইক্রোসফট ওয়ার্ডের এই ৫ ট্রিক আসান করে দেবে লেখালিখি

Google Pixel 6A ফোনের দাম -

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

রিপোর্ট অনুযায়ী ভারতের বাজারে Google Pixel 6A ফোনের দাম করা হতে পারে ৩৭,০০০ টাকা। এর ফলে ভারতের বাজারে উপস্থিত অন্যান্য ফোনকে টক্কর দিতে পারে Google Pixel 6A ফোন। কারণ ভারতের বাজের ইতিমধ্যেই এই দামের মধ্যে Xiaomi, Vivo, Realme, OnePlus এবং অন্যান্য ব্র্যান্ডের বিভিন্ন ফোন রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
চলতি মাসেই আসছে Google Pixel 6A! পাওয়া যাবে Flipkart থেকে, ফাঁস হল দাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল