Google Pixel 6A ফোনের ক্যামেরা -
Google Pixel 6A নতুন করে কোনও উন্নত প্রযুক্তির ক্যামেরা যুক্ত করা হয়নি। এছাড়াও Google Pixel 6A বেশ কয়েকটি সেনসর ব্যবহার করা হবে বলে মনে করা হলেও, মাত্র দু'টি সেনসর ব্যবহার করা হয়েছে। কিন্তু গুগল তাদের এই ফোনে ব্যবহার করেছে নতুন টেনসর চিপসেট।
advertisement
আরও পড়ুন: ১৩টি নতুন মোবাইল প্ল্যানে বিনামূল্যে অ্যামাজন প্রাইম! দেখুন অসাধারণ এই অফার
Google Pixel 6A ফোনের ফ্ল্যাগশিপ হার্ডওয়্যার -
গুগল আগের বছরেই Pixel 6 সিরিজের ফোনে ব্যবহার করেছে টেনসর চিপসেট। এখন Google Pixel 6A ফোনেও ব্যবহার করা হতে চলেছে নতুন টেনসর চিপসেট। গুগল অ্যাপলের কিউ-এর মতো হার্ডওয়্যার এবং সফটওয়্যার ব্যবহার করার চেষ্টা করেছে Google Pixel 6A ফোনে। গুগলের এই Google Pixel 6A ফোনে ব্যবহার করা হতে চলেছে ফ্ল্যাগশিপ হার্ডওয়্যার।
Google Pixel 6A ফোনের অন্যান্য ফিচার -
Google Pixel 6A ফোনে ব্যবহার করা হতে চলেছে ওলেড ডিসপ্লে। Google Pixel 6A ফোনে ব্যবহার করা হতে চলেছে ৬০ এইচজেড রিফ্রেশ রেট। কিন্তু বর্তমানে বেশিরভাগ ফোনে ব্যবহার করা হচ্ছে ৯০ এইচজেড স্ক্রিন। এর ফলে গুগলের এই ফোনে অন্যান্য ফোনের মতো ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে না। যা এখন বেশিরভাগ ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হচ্ছে।
আরও পড়ুন: মাইক্রোসফট ওয়ার্ডের এই ৫ ট্রিক আসান করে দেবে লেখালিখি
Google Pixel 6A ফোনের দাম -
রিপোর্ট অনুযায়ী ভারতের বাজারে Google Pixel 6A ফোনের দাম করা হতে পারে ৩৭,০০০ টাকা। এর ফলে ভারতের বাজারে উপস্থিত অন্যান্য ফোনকে টক্কর দিতে পারে Google Pixel 6A ফোন। কারণ ভারতের বাজের ইতিমধ্যেই এই দামের মধ্যে Xiaomi, Vivo, Realme, OnePlus এবং অন্যান্য ব্র্যান্ডের বিভিন্ন ফোন রয়েছে।