সূত্রের খবর, স্মার্ট স্পিকারের (Smart speaker) সঙ্গে একটি ট্যাবলেট থাকবে। আর এই দু’টিকে বিচ্ছিন্ন করে স্ট্যান্ডঅ্যালোন ডিভাইস হিসেবেও ব্যবহার করা যাবে। স্পিকারের উপরিতলে বসানো থাকবে ট্যাবলেটটি। যাতে মনে হয়, এটা গোটা একটা ডিভাইস।
আর ডিভাইসের এই সম্প্রসারণ বা অগ্রগতি বেশ চমকপ্রদই হতে চলেছে বলে আশা করা হচ্ছে। কারণ নেস্ট স্পিকারের (Google Nest Hub) ইউআই (UI) এবং হোম অ্যাপের উপরেই নানা ধরনের পরিবর্তন করে চলেছে গুগল সংস্থা।
advertisement
আবার স্পিকারের সঙ্গে ট্যাবলেট থাকার বিষয়টি সত্যিই দারুণ। তবে বিশেষজ্ঞদের আশা, এই স্পিকার ও ট্যাবলেটের বিষয়টি যাতে ব্যবহারকারীদের সুবিধা প্রদান করে, তা নিয়ে গুগল নিশ্চয়ই সঠিক ও সুষ্ঠু পরিকল্পনা ছকেই এগোচ্ছে। আসলে স্পিকারের সঙ্গে ট্যাবলেট যোগ হলে ডিভাইসের দাম বাড়বেই। তাই নয়া ফ্যাক্টর যাতে ব্যবহারকারীদের সেই সুবিধা দিতে পারে, সেদিকটাও দেখতে হবে প্রস্তুতকারী সংস্থাকে।
আরও পড়ুন - এসির খোঁজ করছেন ? এক নজরে দেখে নিন ভারতের সেরা ৮টি এয়ার কন্ডিশনারের তালিকা
আরও পড়ুন - বিনা খরচে বাড়িতে ইন্টারনেটের স্পিড বাড়াতে চান ? দেখে নিন সহজ উপায়
এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, ট্যাবলেট ও স্পিকারকে ইন্টিগ্রেট করতে বা একসঙ্গে আনতে কোন সফটওয়্যার ব্যবহার করা হবে। বড় স্ক্রিনের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড সে ভাবে জমকালো প্ল্যাটফর্ম কখনওই ছিল না। যদিও চলতি বছরের শেষের দিকে আমাদের এই ধারণা আমূল বদলে দিতে পারে অ্যান্ড্রয়েড ১২ এল (Android 12L)। তাই মনে করা হচ্ছে, এই নয়া ফ্যাক্টরে ক্রোম ওএস (Chrome OS) ব্যবহার করার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে গুগলের স্মার্ট স্পিকার লাইন-আপে রয়েছে মিনি, নেস্ট হাব এবং নেস্ট হাব ম্যাক্স (Google Nest Hub)। আর এতে রয়েছে ১০ ইঞ্চির বড় স্ক্রিন। বিশেষজ্ঞরা মনে করছেন, দু’টো ডিভাইসকে একসঙ্গে পুরোপুরি জুড়ে না-দিয়ে বিচ্ছিন্ন করে ব্যবহার করা যায়, এমন ভাবেই বানাতে চাইছে গুগল। আর সেটা করা হচ্ছে সম্ভবত ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখেই।
সেই সঙ্গে জল্পনা, এই নতুন ডিভাইস আর কয়েক মাস পরেই গুগল আই/ও ২০২২ (Google I/O 2022)-এ আসতে পারে। না-হলে অপেক্ষা করতে হবে অক্টোবরের মেন ইভেন্টের জন্য। যেখানে প্রকাশ্যে আনা হতে চলেছে নতুন পিক্সেল ৭ সিরিজও।