TRENDING:

৫ হাজার টাকা সস্তায় কিনুন Vivo T1 5G, জানুন কোথায় পাবেন এই অফার

Last Updated:

ফ্লিপকার্টের ‘বিগ সেভিং ডেজ’-এ Vivo-র 5G সেট Vivo T1 5G সেলে মিলছে আকর্ষণীয় অফার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Big Savings Days Sale: 4G ফোনের পর এবারে বাজারে ধীরে ধীরে চাহিদা বাড়ছে 5G ফোনের। এখন গ্রাহকরা নতুন ফোন কিনতে গিয়ে 5G ফোনকেই অতিরিক্ত প্রাধান্য দিচ্ছেন। সম্প্রতি ফ্লিপকার্টের ‘বিগ সেভিং ডেজ’-র (Big Savings Days Sale) অন্যতম সেলিং সাইট অধিকার করে রয়েছে এই 5G ফোন। এমন পরিস্থিতিতে যাঁরা নতুন ফোন কেনার কথা ভাবছেন তাঁদের জন্য রয়েছে 5G ফোনের অসাধারণ সব অফার।
advertisement

ফ্লিপকার্টের ‘বিগ সেভিং ডেজ’-এ Vivo-র 5G সেট Vivo T1 5G সেলে মিলছে আকর্ষণীয় অফার। ১৯,৯৯০ টাকার পরিবর্তে ১৪,৪৯০ টাকায় কেনা যাবে Vivo T1 5G সেটটি। বিশেষজ্ঞরা বলছেন, এটি Vivo-র সেরা অফারের মধ্যে অন্যতম।

Vivo-র এই সেটটি সবচেয়ে স্লিম মডেলের সেট। এতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.58-ইঞ্চি IPS FHD+ ডিসপ্লের সুবিধে এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট। এছাড়াও সেল বডিতে 2.5D-র একটি কার্ভিং এজও রয়েছে। এই ডিভাইসটি 2.2GHz Qualcomm Snapdragon 695 প্রসেসর দ্বারা চলবে। Vivo T1 5G-তে থাকবে 5-লেয়ার টার্বো লিকুইড কুলিং প্রযুক্তি।

advertisement

আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু

আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে

অন্য দিকে, Vivo T1 5G-র ফিচারের কথা বলতে গেলে এতে থাকছে Snapdragon 695 5G চিপসেট। রয়েছে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে এবং দারুন ক্যামেরা কোয়ালিটি সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনটিতে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে 4GB RAM এবং 128GB স্টোরেজ, 6GB RAM এবং 128GB স্টোরেজ এবং টপ-এন্ড ভ্যারিয়েন্ট 8GB RAM এবং 128GB স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে।

advertisement

সেটটিতে আছে 5000mAh ব্যাটারি, 18W ফাস্ট চার্জিংয়ের সুবিধেও রয়েছে। এতে থাকছে USB Type-C, 2.5 / 5GHz WiFi, ব্লুটুথ 5.1 এবং ডুয়াল ন্যানো সিম ব্যবহারের সুবিধে। সবচেয়ে মজার বিষয় হল ডিভাইসটির ওজন মাত্র ১৮৭ গ্রাম।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এবারে আসা যাক ক্যামেরা কোয়ালিটির বিষয়ে, এতে থাকছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। এটি ফানটাচ ওএস 12.0 টাচ যুক্ত। Vivo T1 5G ট্রিপল লেন্স ক্যামেরায় 50-মেগাপিক্সেল লেন্স ও 2-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সেলফির জন্য 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার ফিচার রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
৫ হাজার টাকা সস্তায় কিনুন Vivo T1 5G, জানুন কোথায় পাবেন এই অফার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল