TRENDING:

এখনও না কিনলে আফসোসের শেষ থাকবে না! iPhone সেলে জলের দরে ছাড়ছে Flipkart

Last Updated:

Flipkart Big Saving Day Sale 2022: এক নজরে দেখে নেওয়া যাক ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে আইফোনের উপরে কী কী ছাড় পাওয়া যাচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Flipkart Big Saving Day Sale 2022: ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলের আজ শেষ দিন। এই সেলে মোবাইল ফোনের উপরে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়। একই সঙ্গে ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে অ্যাক্সিস ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক এবং আরবিএল ব্যাঙ্কের কার্ডের উপরে পাওয়া যাচ্ছে ১০ শতাংশ ছাড়। ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে গ্রাহকেরা আইফোন কিনতে পারবেন আকর্ষণীয় কম দামে। কারণ ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে আইফোনের উপরে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের ছাড়।
advertisement

এক নজরে দেখে নেওয়া যাক ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে আইফোনের উপরে কী কী ছাড় পাওয়া যাচ্ছে - 

আইফোন ১২ (iPhone 12)-

আইফোন ১২-র ১২৮ জিবি মডেল ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে পাওয়া যাচ্ছে ৫৬,৯৯৯ টাকায়। বিভিন্ন ধরনের ছাড় দেওয়ার পরে ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে আইফোন ১২ পাওয়া যাচ্ছে এত কম দামে। ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে নিজের পুরনো ফোনের এক্সচেঞ্জের উপরে পাওয়া যাবে প্রায় ২০,০০০ টাকার ছাড়। এছাড়াও অ্যাক্সিস ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক এবং আরবিএল ব্যাঙ্কের কার্ডের উপরে পাওয়া যাচ্ছে ১০ শতাংশ ছাড়। আইফোন ১২-তে রয়েছে ৬.১০ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে। এতে রয়েছে এ১৪ বায়োনিক চিপসেট। এতে রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।

advertisement

আরও পড়ুন: ১৩টি নতুন মোবাইল প্ল্যানে বিনামূল্যে অ্যামাজন প্রাইম! দেখুন অসাধারণ এই অফার

আইফোন ১১ (iPhone 11)-

আইফোন ১১-এর ৬৪ জিবি মডেল ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে পাওয়া যাচ্ছে ৪১,৯৯৯ টাকায়। বিভিন্ন ধরনের ছাড় দেওয়ার পরে ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে আইফোন ১১ পাওয়া যাচ্ছে এই কম দামে। ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে নিজের পুরনো ফোনের এক্সচেঞ্জের উপরে পাওয়া যাবে প্রায় ২০,০০০ টাকার ছাড়। এছাড়াও অ্যাক্সিস ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক এবং আরবিএল ব্যাঙ্কের কার্ডের উপরে পাওয়া যাচ্ছে ১০ শতাংশ ছাড়।

advertisement

আরও পড়ুন: মাইক্রোসফট ওয়ার্ডের এই ৫ ট্রিক আসান করে দেবে লেখালিখি

আইফোন ১৩ (iPhone 13)-

আইফোন ১৩-র ১২৮ জিবি মডেল ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে পাওয়া যাচ্ছে ৬৬,৯৯৯ টাকায়। বিভিন্ন ধরনের ছাড় দেওয়ার পরে ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে আইফোন ১৩ মিলছে এতটাই কম দামে। ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে নিজের পুরনো ফোনের এক্সচেঞ্জের উপরে পাওয়া যাবে প্রায় ২০,০০০ টাকার ছাড়। এছাড়াও অ্যাক্সিস ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক এবং আরবিএল ব্যাঙ্কের কার্ডের উপরে পাওয়া যাচ্ছে ১০ শতাংশ ছাড়।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এখনও না কিনলে আফসোসের শেষ থাকবে না! iPhone সেলে জলের দরে ছাড়ছে Flipkart
Open in App
হোম
খবর
ফটো
লোকাল