সম্প্রতি লঞ্চ হওয়া Google Pixel 6a এই বছরের শুরুতে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছিল ৪৩,৯৯৯ টাকায়। তখন ফোনটি 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ শুধুমাত্র একটি ভ্যারিয়ান্টেই উপলব্ধ ছিল। তবে ফ্লিপকার্ট এখনও পর্যন্ত জানায়নি যে এবারের বিগ বিলিয়ন সেলে মিক্স এক্সচেঞ্জ অফার থাকবে কি না। কিন্তু এখন থেকেই বেশ বোঝা যাচ্ছে যে Google Pixel 6a গ্রাহকদের কাছে যেন হট কেকের মতো অফার আনতে চলেছে। তবে iPhone 13 বা অন্যান্য ফোনের ডিসকাউন্ট রেট এখনও ঘোষণা করা হয়নি।
advertisement
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
এবারে আসা যাক Google Pixel 6a-র ফিচার এবং স্পেসিফিকেশন নিয়ে। এই স্মার্টফোনটিতে Google-এর নিজস্ব টেনসর চিপ রয়েছে, এছাড়াও একটি ফ্ল্যাগশিপ গ্রেড চিপসেট রয়েছে যা এআই এবং মেশিন লার্নিংয়ের সিস্টেমকে সাপোর্ট করে। এতে একটি ৬.১" ফুল HD+ প্যানেল রয়েছে। তবে দুর্ভাগ্যবশত এটি হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে না। ফলে যাঁরা গেমিংয়ের জন্য স্মার্টফোনের ব্যবহার করেন তাঁদের কাছে Google Pixel 6a খুব একটা পছন্দের সেট নাও হতে পারে।
এতে ৪.৩১০ mAh ব্যাটারি এবং 18W পর্যন্ত দ্রুত চার্জিং সাপোর্ট রয়েছে। আপাতত 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ এটি একটি মাত্র ভ্যারিয়ান্টেই উপলব্ধ। এতে রয়েছে ডুয়াল ১২ মেগাপিক্সেল ওয়াইড এবং আলট্রা ওয়াইড ক্যামেরা সেটআপ যা মেশিন লার্নিং অ্যালগরিদমে সেরা-ইন-ক্লাস ইমেজিং অফার করে৷
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
এছাড়াও এতে থাকছে Google-এর গো-টু প্রাইমারি সেন্সর যা IMX363 পিক্সেল ৩, ৪, ৫-এর মতো ফোনেও উপলব্ধ। ম্যাজিক ইরেজার, রিয়েল টোন, ফেস আনব্লারের মতো এতে আরও কিছু ফিচার রয়েছে যা হাতে আসার পরেই স্পষ্ট ভাবে বোঝা যাবে। তবে বিশেষজ্ঞমহলের মত, এই দামের মধ্যে ভাল ফিচারযুক্ত স্মার্টফোন কিনতে চাইলে, Google Pixel 6a সেরা চয়েস হতেই পারে!