পুজোর এই মরশুমে ফোনে ছবি, ভিডি, সেলফি তুলতে সকলেই ব্যস্ত ৷ শুধু তাই নয় সেগুলি আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে ব্যস্ত সকলে ৷ তাই বাড়ি থাকলেই ফোন চার্জে বসিয়ে রাখছি ৷ সকালে প্ল্যান থাকলে সারারাত ফোন চার্জে দিয়ে রাখছি যাতে সকালে বেরিয়ে কোনও সমস্যা যাতে না হয় ৷ কিন্তু সারা রাত ফোনে চার্জ দিলে কী হয় জানেন ৷
advertisement
দরকারের চেয়ে বেশি ফোনে চার্জ দিলে ফোনের ক্ষমতা একটু একটু করে কমতে থাকে ৷ এর জেরে কমছে ফোনের মেয়াদ ৷ ওভারচার্জ হয়ে গেলে ব্যাটারির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। চার্জ ২০ শতাংশ হলেই চার্জে বসান ৷ এবং অন্তত আশি শতাংশ পর্যন্ত ব্যাটারি চার্জ করা উচিৎ ৷
এছাড়া যতটা সম্ভব মোবাইল ফোনকে ঠাণ্ডা পরিবেশে রাখুন ৷ চার্জ হয়ে যাওয়ার পরও যদি চার্জার লাগানো থাকে তাহলে ফোনর ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ৷ এমনটা করবেন না ৷ দরকার পড়লে ১০০ শতাংশ চার্জ হওয়ার আগে চার্জার খুলে নিন ৷
ফোনের ব্যাটারি সাধারণত লিথিয়াম আয়রনের তৈরি যা পুরো চার্জ না হলে বেশি ভালো কাজ করে ৷ বেশি চার্জ দিলে ব্যাটারি ফেটা যাওয়ারও সম্ভাবনা বেশি থাকে ৷