TRENDING:

সারা রাত মোবাইল চার্জ দিলে কী হয় জানেন ?

Last Updated:

দরকারের চেয়ে বেশি ফোনে চার্জ দিলে ফোনের ক্ষমতা একটু একটু করে কমতে থাকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এখন স্মার্টফোনের যুগ ৷ ৮ থেকে ৮০ সকলের হাতে চাই স্মার্টফোন ৷ বিল পেমেন্ট থেকে পিৎজা ডেলিভারি সবই এখন এক ক্লিকেই সম্ভব ৷ বাজারে স্মার্টফোনের ছড়াছড়ি ৷ অত্যাধুনিক ফিচার্স-সহ স্টাইলিশ ফোন এখন সবার চাহিদা ৷ কিন্তু যতই দামি বা ব্র্যান্ডেড মোবাইল কিনুন না কেন একটা সমস্যার মুখে পড়তে হচ্ছে সকলকেই ৷ সেটা হল ফোনের ব্যাটারির সমস্যা ৷
advertisement

পুজোর এই মরশুমে ফোনে ছবি, ভিডি, সেলফি তুলতে সকলেই ব্যস্ত ৷ শুধু তাই নয় সেগুলি আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে ব্যস্ত সকলে ৷ তাই বাড়ি থাকলেই ফোন চার্জে বসিয়ে রাখছি ৷ সকালে প্ল্যান থাকলে সারারাত ফোন চার্জে দিয়ে রাখছি যাতে সকালে বেরিয়ে কোনও সমস্যা যাতে না হয় ৷ কিন্তু সারা রাত ফোনে চার্জ দিলে কী হয় জানেন ৷

advertisement

দরকারের চেয়ে বেশি ফোনে চার্জ দিলে ফোনের ক্ষমতা একটু একটু করে কমতে থাকে ৷ এর জেরে কমছে ফোনের মেয়াদ ৷ ওভারচার্জ হয়ে গেলে ব্যাটারির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। চার্জ ২০ শতাংশ হলেই চার্জে বসান ৷ এবং অন্তত আশি শতাংশ পর্যন্ত ব্যাটারি চার্জ করা উচিৎ ৷

এছাড়া যতটা সম্ভব মোবাইল ফোনকে ঠাণ্ডা পরিবেশে রাখুন ৷ চার্জ হয়ে যাওয়ার পরও যদি চার্জার লাগানো থাকে তাহলে ফোনর ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ৷ এমনটা করবেন না ৷ দরকার পড়লে ১০০ শতাংশ চার্জ হওয়ার আগে চার্জার খুলে নিন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

ফোনের ব্যাটারি সাধারণত লিথিয়াম আয়রনের তৈরি যা পুরো চার্জ না হলে বেশি ভালো কাজ করে ৷ বেশি চার্জ দিলে ব্যাটারি ফেটা যাওয়ারও সম্ভাবনা বেশি থাকে ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সারা রাত মোবাইল চার্জ দিলে কী হয় জানেন ?