ভারতের বাজারে আসতে চলেছে iPhone 13, খুব শীঘ্রই এর বুকিং শুরু হয়ে যাবে অ্যাপল ইন্ডিয়া অনলাইন স্টোরে। ভারত ছাড়াও প্রায় ৩০টি দেশে একসঙ্গেই লঞ্চ হতে চলেছে iPhone 13। ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, চিন, জার্মানি, জাপানের মতো দেশেও শুরু হতে চলেছে iPhone 13-র বুকিং। ভারতে অ্যাপল ইন্ডিয়া অনলাইন স্টোরেই এই ফোনের বুকিং করা যাবে। বুকিং করার সময় পুরনো ফোনের বদলে পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়। নিজেদের পুরনো ফোনের বদলে পাওয়া যেতে পারে প্রায় ৯,০০০ টাকা থেকে ৪৬,১২০ টাকা পর্যন্ত ছাড়। নতুন iPhone 13 ডেলিভারি দেওয়ার সময়, সেই পুরাৃনো ফোনটি নিয়ে নেওয়া হবে। এবার এক নজরে দেখে নিন কোন ফোনের বদলে কত ছাড় পাওয়া যাবে-
advertisement
নিজেদের পুরনো iPhone 12 Pro Max-এর বদলে পাওয়া যেতে পারে প্রায় ৪৬,১২০ টাকার ছাড়, iPhone 12 Pro-এর বদলে প্রায় ৪৩,২২৫ টাকা, iPhone 12 Mini-র বদলে প্রায় ২৫,৫৬৫ টাকা, iPhone XR-এর বদলে পাওয়া যেতে পারে প্রায় ১৫,৬৮৫ টাকা, iPhone XS Max-এর বদলে পাওয়া যেতে পারে প্রায় ২২,০২০ টাকা, iPhone 8-এর বদলে পাওয়া যেতে পারে প্রায় ১০,২৫০ টাকা।
iPhone ছাড়াও অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের বদলেও এই ছাড় পাওয়া যাবে, যেমন- One Plus 8 Pro-র বদলে পাওয়া যেতে পারে প্রায় ১৯,২৯৫ টাকা, Samsung Galaxy S20-এর বদলে পাওয়া যেতে পারে প্রায় ১২,০১৫ টাকা , Samsung Galaxy Note 10 Plus-এর বদলে পাওয়া যেতে পারে প্রায় ১৩,৯০০ টাকা ।
অ্যাপল ইন্ডিয়া অনলাইন স্টোরে নিজেদের পছন্দের iPhone 13 বুকিং করার সময়ই এই এক্সচেঞ্জ অফারের সুবিধাটি পাওয়া যাবে। নিজদের পুরনো ফোনটির বদলে পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়। পুরনো ফোনের মডেল অনুযায়ী ছাড় সম্বন্ধে একটা ধারণা হলেও, এই দামের কিছু পরিবর্তনও ঘটতে পারে বলে জানিয়েছে সংস্থা।