নতুন পোস্ট পেড কানেকশন নিলে গ্রাহকরা পেয়ে যাবেন লুট লো অফারটি ৷ ১,৫২৫ টাকা, ১,১২৫ টাকা, ৭৯৯ টাকা, ৭২৫ টাকা, ৫২৫ টাকা ও ৩২৫ টাকার পোস্টপেড প্ল্যানে মিলছে এই অফার।
বিএসএনএল-এর তরফে জানানো হয়েছে, ‘নতুন পোস্ট পেড মোবাইল কানেকশন অ্যাডভান্স রেন্টালের সঙ্গে নিলে গ্রাহকরা রেন্টালের উপরে পেয়ে যাবেন ৬০ শতাংশ ছাড় ৷’
advertisement
সংস্থার তরফে জানানো হয়েছে, লুট লো অফারটি ৩০ নভেম্বর পর্যন্ত ভ্যালিড ৷ পাশাপাশি পোস্ট পেড প্ল্যানে বেশি ডেটা দিচ্ছে সংস্তা ৷
Location :
First Published :
November 03, 2017 12:55 PM IST