বর্তমানে সাইবার ক্রিমিনালরা জালিয়াতির এই নতুন উপায় অবলম্বন করা শুরু করেছে, যা ফোন টেক্সট স্ক্যাম নামে পরিচিত। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের ফোনে বিভিন্ন ধরনের মেসেজ পাঠানো হচ্ছে। সেই সকল মেসেজে বিভিন্ন ধরনের লিঙ্ক সেন্ড পাঠানো হচ্ছে। ব্যাঙ্কের নাম করে, অফিসের নাম করে, বিভিন্ন ধরনের অফারের নাম করে মেসজের মাধ্যমে পাঠানো হচ্ছে সেই সকল লিঙ্ক। সাইবার ক্রিমিনালদের ফাঁদে পা দিয়ে সেই সকল লিঙ্কে একবার ক্লিক করলেই, মুহূর্তে ঘটে যেতে পারে বিপদ। নিমেষের মধ্যে খালি হয়ে যেতে পারে ব্যাঙ্কের অ্যাকাউন্ট। এছাড়াও ফোনের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সাইবার ক্রিমিনালরা মেডুসা ম্যালওয়ারের মাধ্যমে বিভিন্ন ধরনের জালিয়াতি করে চলেছে। এর ফলে এই ধরনের ম্যালওয়ার থেকে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য একটি নতুন বিপদ হল এই মেডুসা ম্যালওয়ার। এর মাধ্যমে সঙ্ঘটিত করা হচ্ছে ফেক ডিএইচএল (DHL) স্ক্যাম।
advertisement
আরও পড়ুন - Samsung Galaxy Tab S8: ভারতে আসছে Samsung Galaxy-র নতুন S8 সিরিজের ট্যাব, দেখে নিন তার ফিচার!
আরও পড়ুন - iPhone 13-কে সত্যিই টেক্কা দিতে পারবে Samsung Galaxy S22? দেখে নিন তুলনা করে!
মেডুসা ম্যালওয়ার থেকে নিজেদের সুরক্ষিত রাখার উপায় -
এই বিপদজনক মেডুসা ম্যালওয়ার থেকে বাঁচার জন্য একটি কথা সবসময় মনে রাখা দরকার যে, কোনও ধরনের অজানা সোর্স এবং থার্ড পার্টি অ্যাপ নিজেদের ফোনে ডাউনলোড করা যাবে না। কোনও ধরনের অ্যাপ নিজেদের ফোনে ডাউনলোড করার আগে, পুরোপুরি সেটা ভেরিফাই করে নেওয়া প্রয়োজন। ডাউনলোড করার আগে সবার প্রথমেই দেখে নেওয়া দরকার যে সেই অ্যাপ আসল না নকল। এর জন্য অ্যাপ ডাউনলোড করার আগে সেটি ভাল করে ভেরিফাই করে নিতে হবে এবং অবশ্যই দেখে নেওয়া দরকার তার রিভিউ। এছাড়াও লোভে পড়ে বিভিন্ন ধরনের ফেক মেসেজের ফাঁদে পা দেওয়া উচিত নয়।