জিওর ৩৪৯, ৫৯৯ এবং ৯৯৯ টাকার প্ল্যান
জিও-র গ্রাহকরা যদি বেশি পরিমাণে ডেটা পেতে চান ৷ তাহলে ৩৪৯, ৫৯৯ এবং ৯৯৯ টাকার রিচার্জগুলি তাদের জন্য খুবই ভাল ৷ জিও-র ৩৪৯ এবং ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে থাকছে প্রতিদিন ৩ জিবি করে ফোর জি ডেটা ৷ ৩৪৯টাকার রিচার্জ ২৮ দিনের জন্য বৈধ এবং ৯৯৯ টাকার রিচার্জ ভ্যালিড ৮৪ দিনের জন্য ৷ এর পাশাপাশি ‘জিও টু জিও’ আনলিমিটেড কলিং এবং ৩৪৯ টাকার ক্ষেত্রে ১০০০ মিনিট এবং ৯৯৯ টাকার রিচার্জে ৩০০০ মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কলিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা ৷ পাশাপাশি প্রতিদিন ২জিবি ডেটা প্ল্যানের জন্য ৫৯৯ টাকার রিচার্জ খুবই ভাল ৷ কারণ এটি ভ্যালিড ৮৪ দিনের জন্য ৷
advertisement
এয়ারটেলের ৩৯৮ টাকার প্ল্যান
এয়ারটেলের ৩৯৮ টাকার প্ল্যানে প্রতিদিন ৩জিবি করে ডেটা পাওয়া যাবে ৷ ১০০ এসএমএস ফ্রি, সঙ্গে আনলিমিটেড কলিংয়ের সুবিধে থাকছে। প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের জন্য।
ভোডাফোনের ৩৯৯ টাকার প্ল্যান
এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিনের। এতে প্রতিদিন ১০০ এসএমএস ফ্রি পাবেন আপনি। আর পাওয়া যাবে রোজ ১.৫ জিবি + ১.৫ জিবি ডেটা। এছাড়া আনলিমিটেড কলিংয়ের সুবিধে তো রয়েছেই।