TRENDING:

WFH: অল্প খরচে বেশি ডেটা পেতে হলে Jio, Vodafone ও Airtel-এর সেরা রিচার্জ প্ল্যান কোনগুলি ? জেনে নিন

Last Updated:

ওয়ার্ক ফ্রম হোমের জন্য প্রয়োজন অনেক বেশি পরিমাণে ডেটা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: লকডাউন কাটিয়ে আনলক শুরু হলেও এখনও করোনা আতঙ্ক দূর হয়নি ৷ বরং তা আরও বাড়ছে দিন দিন ৷ এই অবস্থায় অনেক অফিসই এখনও কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর দিকেই ঝুঁকে ৷ আবার সপ্তাহের অর্ধেক দিন বাড়ি থেকে এবং বাকি দিনগুলিতে অফিসে গিয়ে কাজ ৷ এমন পদ্ধতিতেও অনেক সংস্থায় কাজ হচ্ছে ৷ এই অবস্থায় প্রয়োজন হল অনেক বেশি পরিমাণে নেট বা ডেটা ৷ যাদের বাড়িতে কেবল ব্রডব্যান্ড সার্ভিস রয়েছে ৷ তাদের সমস্যা তো মিটেই গেল ৷ কিন্তু ব্রডব্যান্ডের চেয়ে এখন মোবাইলের হটস্পট বা জিও, এয়ারটেল, ভোডাফোনের হটস্পটগুলির ব্যবহারও অনেক বেশি ৷ তাই ওয়ার্ক ফ্রম হোমের জন্য কোন টেলিকম সংস্থার কী কী ভাল রিচার্জ প্ল্যান রয়েছে, দেখে নিন ৷
advertisement

জিওর ৩৪৯, ৫৯৯ এবং ৯৯৯ টাকার প্ল্যান

জিও-র গ্রাহকরা যদি বেশি পরিমাণে ডেটা পেতে চান ৷ তাহলে ৩৪৯, ৫৯৯ এবং ৯৯৯ টাকার রিচার্জগুলি তাদের জন্য খুবই ভাল ৷ জিও-র ৩৪৯ এবং ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে থাকছে প্রতিদিন ৩ জিবি করে ফোর জি ডেটা ৷ ৩৪৯টাকার রিচার্জ ২৮ দিনের জন্য বৈধ এবং ৯৯৯ টাকার রিচার্জ ভ্যালিড ৮৪ দিনের জন্য ৷ এর পাশাপাশি ‘জিও টু জিও’ আনলিমিটেড কলিং এবং ৩৪৯ টাকার ক্ষেত্রে ১০০০ মিনিট এবং ৯৯৯ টাকার রিচার্জে ৩০০০ মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কলিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা ৷ পাশাপাশি প্রতিদিন ২জিবি ডেটা প্ল্যানের জন্য ৫৯৯ টাকার রিচার্জ খুবই ভাল ৷ কারণ এটি ভ্যালিড ৮৪ দিনের জন্য ৷

advertisement

এয়ারটেলের ৩৯৮ টাকার প্ল্যান

এয়ারটেলের ৩৯৮ টাকার প্ল্যানে প্রতিদিন ৩জিবি করে ডেটা পাওয়া যাবে ৷ ১০০ এসএমএস ফ্রি, সঙ্গে আনলিমিটেড কলিংয়ের সুবিধে থাকছে। প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের জন্য।

ভোডাফোনের ৩৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিনের। এতে প্রতিদিন ১০০ এসএমএস ফ্রি পাবেন আপনি। আর পাওয়া যাবে রোজ ১.৫ জিবি + ১.৫ জিবি ডেটা। এছাড়া আনলিমিটেড কলিংয়ের সুবিধে তো রয়েছেই।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WFH: অল্প খরচে বেশি ডেটা পেতে হলে Jio, Vodafone ও Airtel-এর সেরা রিচার্জ প্ল্যান কোনগুলি ? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল