TRENDING:

WFH: অল্প খরচে বেশি ডেটা পেতে হলে Jio, Vodafone ও Airtel-এর সেরা রিচার্জ প্ল্যান কোনগুলি ? জেনে নিন

Last Updated:

ওয়ার্ক ফ্রম হোমের জন্য প্রয়োজন অনেক বেশি পরিমাণে ডেটা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: লকডাউন কাটিয়ে আনলক শুরু হলেও এখনও করোনা আতঙ্ক দূর হয়নি ৷ বরং তা আরও বাড়ছে দিন দিন ৷ এই অবস্থায় অনেক অফিসই এখনও কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর দিকেই ঝুঁকে ৷ আবার সপ্তাহের অর্ধেক দিন বাড়ি থেকে এবং বাকি দিনগুলিতে অফিসে গিয়ে কাজ ৷ এমন পদ্ধতিতেও অনেক সংস্থায় কাজ হচ্ছে ৷ এই অবস্থায় প্রয়োজন হল অনেক বেশি পরিমাণে নেট বা ডেটা ৷ যাদের বাড়িতে কেবল ব্রডব্যান্ড সার্ভিস রয়েছে ৷ তাদের সমস্যা তো মিটেই গেল ৷ কিন্তু ব্রডব্যান্ডের চেয়ে এখন মোবাইলের হটস্পট বা জিও, এয়ারটেল, ভোডাফোনের হটস্পটগুলির ব্যবহারও অনেক বেশি ৷ তাই ওয়ার্ক ফ্রম হোমের জন্য কোন টেলিকম সংস্থার কী কী ভাল রিচার্জ প্ল্যান রয়েছে, দেখে নিন ৷
advertisement

জিওর ৩৪৯, ৫৯৯ এবং ৯৯৯ টাকার প্ল্যান

জিও-র গ্রাহকরা যদি বেশি পরিমাণে ডেটা পেতে চান ৷ তাহলে ৩৪৯, ৫৯৯ এবং ৯৯৯ টাকার রিচার্জগুলি তাদের জন্য খুবই ভাল ৷ জিও-র ৩৪৯ এবং ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে থাকছে প্রতিদিন ৩ জিবি করে ফোর জি ডেটা ৷ ৩৪৯টাকার রিচার্জ ২৮ দিনের জন্য বৈধ এবং ৯৯৯ টাকার রিচার্জ ভ্যালিড ৮৪ দিনের জন্য ৷ এর পাশাপাশি ‘জিও টু জিও’ আনলিমিটেড কলিং এবং ৩৪৯ টাকার ক্ষেত্রে ১০০০ মিনিট এবং ৯৯৯ টাকার রিচার্জে ৩০০০ মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কলিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা ৷ পাশাপাশি প্রতিদিন ২জিবি ডেটা প্ল্যানের জন্য ৫৯৯ টাকার রিচার্জ খুবই ভাল ৷ কারণ এটি ভ্যালিড ৮৪ দিনের জন্য ৷

advertisement

এয়ারটেলের ৩৯৮ টাকার প্ল্যান

এয়ারটেলের ৩৯৮ টাকার প্ল্যানে প্রতিদিন ৩জিবি করে ডেটা পাওয়া যাবে ৷ ১০০ এসএমএস ফ্রি, সঙ্গে আনলিমিটেড কলিংয়ের সুবিধে থাকছে। প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের জন্য।

ভোডাফোনের ৩৯৯ টাকার প্ল্যান

সেরা ভিডিও

আরও দেখুন
২ বছর ধরে নিখোঁজ ছেলে! সোশ্যাল মিডিয়ার 'জাদু'তে খুঁজে পেল পরিবার
আরও দেখুন

এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিনের। এতে প্রতিদিন ১০০ এসএমএস ফ্রি পাবেন আপনি। আর পাওয়া যাবে রোজ ১.৫ জিবি + ১.৫ জিবি ডেটা। এছাড়া আনলিমিটেড কলিংয়ের সুবিধে তো রয়েছেই।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WFH: অল্প খরচে বেশি ডেটা পেতে হলে Jio, Vodafone ও Airtel-এর সেরা রিচার্জ প্ল্যান কোনগুলি ? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল