TRENDING:

৩ বছর কোনও আপডেট নেই! এবার iPhone App Store থেকে মুছে ফেলা হবে এই সব অ্যাপ

Last Updated:

Apple app store removing outdated apps | গত ১২ মাসে যাদের অ্যাপ খুবই কম সংখ্যক ডাউনলোড হয়েছে, তাদের সমস্ত অ্যাপ আইফোনের অ্যাপ স্টোর থেকে রিমুভ করে দেওয়া হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কম ডাউনলোড হচ্ছে এমন অ্যাপ, স্টোর থেকে সরিয়ে ফেলতে চলেছে Apple। সম্প্রতি সংস্থার তরফে জানান হয়েছে, আইফোনের (iPhone) অ্যাপ স্টোর (App Store) থেকে পুরনো সমস্ত অ্যাপ মুছে দেওয়া হবে। অ্যাপেলের তরফে জানানো হয়েছে যে সমস্ত অ্যাপে বিগত তিন বছর ধরে কোনও রকমের আপডেট করা হয়নি, এবং তারই ফলে ক্রমাগত কমে গিয়েছে ডাউনলোডের হার, তা রিমুভ করে দেওয়া হবে আইফোনের অ্যাপ স্টোর থেকে। এর ফলে সেই সমস্ত আউটডেটেড অ্যাপ আর কোনও আইফোনের ইউজাররা ডাউনলোড করতে পারবেন না তাদের ফোনে।
advertisement

Apple-এর তরফে জানান হয়েছে, ইতিমধ্যেই ই-মেল মারফত তারা বিভিন্ন ডেভলপারকে এই বিষয়ে জানিয়ে দিয়েছে। গত শুক্রবারই অ্যাপেলের তরফে নোটিশ দিয়ে জানানো হয়েছে যে, যারা বিগত তিন বছর ধরে তাদের অ্যাপে কোনও রকম আপডেট করেনি, এবং গত ১২ মাসে যাদের অ্যাপ খুবই কম সংখ্যক ডাউনলোড হয়েছে, তাদের সমস্ত অ্যাপ আইফোনের অ্যাপ স্টোর থেকে রিমুভ করে দেওয়া হবে। তবে যে সব অ্যাপল গ্রাহকের ফোনে ওই ধরনের অ্যাপ ডাউনলোড করা রয়েছে আগে থেকেই, তাঁরা সেগুলি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।

advertisement

আরও পড়ুন - বাজ পড়লে নষ্ট হতে পারে টিভি-ফ্রিজ-মোবাইল! কী কী সতর্কতা নেবেন জানেন তো?

আরও পড়ুন - Google App-এ পেতে পারেন এই ১১টি সুবিধা, আগে জানতেন ? দেখে নিন এক নজরে

গত সপ্তাহের শুরুতেই বহু ডেভলপার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার প্রেক্ষিতেই আবেদন করার সুযোগ রাখতে চাইছে Apple। সংস্থার তরফে জানানো হয়েছে যে, অ্যাপ রিমুভ করা হবে বলে যারা নোটিশ পেলেন, তারা নতুন করে আবেদন করতে পারবেন। তারপর প্রায় ৯০ দিন সময় দেওয়াও হবে। কিন্তু, এর পরেও যারা তাদের অ্যাপ আপডেট করবে না, তাদের সমস্ত অ্যাপ রিমুভ করে দেওয়া হবে আইফোনের অ্যাপ স্টোর থেকে।

advertisement

Apple-এর দাবি, বিশ্বস্ততা আর উৎকর্ষ বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত। বহু দিন ধরেই আউটডেটেড অ্যাপ মুছে ফেলার কাজ করছে Apple। গত ৬ বছর ধরে ২.৮ মিলিয়ন অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে Apple-এর অ্যাপ স্টোর থেকে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
৩ বছর কোনও আপডেট নেই! এবার iPhone App Store থেকে মুছে ফেলা হবে এই সব অ্যাপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল