Apple-এর তরফে জানান হয়েছে, ইতিমধ্যেই ই-মেল মারফত তারা বিভিন্ন ডেভলপারকে এই বিষয়ে জানিয়ে দিয়েছে। গত শুক্রবারই অ্যাপেলের তরফে নোটিশ দিয়ে জানানো হয়েছে যে, যারা বিগত তিন বছর ধরে তাদের অ্যাপে কোনও রকম আপডেট করেনি, এবং গত ১২ মাসে যাদের অ্যাপ খুবই কম সংখ্যক ডাউনলোড হয়েছে, তাদের সমস্ত অ্যাপ আইফোনের অ্যাপ স্টোর থেকে রিমুভ করে দেওয়া হবে। তবে যে সব অ্যাপল গ্রাহকের ফোনে ওই ধরনের অ্যাপ ডাউনলোড করা রয়েছে আগে থেকেই, তাঁরা সেগুলি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
advertisement
আরও পড়ুন - বাজ পড়লে নষ্ট হতে পারে টিভি-ফ্রিজ-মোবাইল! কী কী সতর্কতা নেবেন জানেন তো?
আরও পড়ুন - Google App-এ পেতে পারেন এই ১১টি সুবিধা, আগে জানতেন ? দেখে নিন এক নজরে
গত সপ্তাহের শুরুতেই বহু ডেভলপার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার প্রেক্ষিতেই আবেদন করার সুযোগ রাখতে চাইছে Apple। সংস্থার তরফে জানানো হয়েছে যে, অ্যাপ রিমুভ করা হবে বলে যারা নোটিশ পেলেন, তারা নতুন করে আবেদন করতে পারবেন। তারপর প্রায় ৯০ দিন সময় দেওয়াও হবে। কিন্তু, এর পরেও যারা তাদের অ্যাপ আপডেট করবে না, তাদের সমস্ত অ্যাপ রিমুভ করে দেওয়া হবে আইফোনের অ্যাপ স্টোর থেকে।
Apple-এর দাবি, বিশ্বস্ততা আর উৎকর্ষ বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত। বহু দিন ধরেই আউটডেটেড অ্যাপ মুছে ফেলার কাজ করছে Apple। গত ৬ বছর ধরে ২.৮ মিলিয়ন অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে Apple-এর অ্যাপ স্টোর থেকে।