TRENDING:

iPhone 13 Price Cut: অ্যামাজন না ফ্লিপকার্ট! iPhone 13-এ কোথায় কত ছাড়, জেনে নিন বিস্তারিত

Last Updated:

অ্যাপল ট্রেড ইন প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকরা এর উপর ২২০০ টাকা থেকে ৫৯,৭৩০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Apple iPhone 13 Price Cut: ভারতে উৎসবের মরশুমের কথা মাথায় রেখে বিভিন্ন সংস্থা বিভিন্ন ধরনের পণ্যের উপর দেওয়া আকর্ষণীয় ছাড়ের বন্দোবস্ত করেছিল। বিভিন্ন ধরনের ই-কমার্স কোম্পানি নানা ধরনের স্মার্টফোনের ওপর দিয়েছিল বিভিন্ন ধরনের অফার। কিন্তু সব থেকে বেশি চর্চিত অফারটি পাওয়া গিয়েছে আইফোনের উপর। যাঁরা উৎসবের মরশুমের সেই সুযোগ হারিয়েছেন, তাঁদের হতাশ হওয়ার প্রয়োজন নেই। কারণ এখনও iPhone 13-এর উপর পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়।
advertisement

এখনও iPhone 13 এর উপর পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ছাড়। অ্যামাজন, ফ্লিপকার্ট এবং অ্যাপল স্টোরে আইফোন ১৩-এর উপর দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের অফার। এর ফলে গ্রাহকরা খুবই কম দামে কিনে নিতে পারে iPhone 13।

আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে

advertisement

অ্যাপলের নতুন iPhone 14 লঞ্চ করার পর আইফোন ১৩-এর দাম ১০,০০০ টাকা কমিয়ে দিয়েছে। এর ফলে আইফোন ১৩-এর দাম এক ধাক্কায় কমে হয়েছে ৬৯,৯০০ টাকা।

যে সকল গ্রাহক iPhone 13 কিনতে চান, তাঁদের জন্য রয়েছে সুখবর। কারণ অ্যামাজন, ফ্লিপকার্ট এবং অ্যাপল স্টোরে আইফোন ১৩ পাওয়া যাচ্ছে সব থেকে কম দামে। এক নজরে দেখে নেওয়া যাত কোন প্ল্যাটফর্মে কত দামে পাওয়া যাচ্ছে iPhone 13।

advertisement

এর বাইরেও মিলবে ছাড়। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে আইফোন ১৩-এর ১২৮ জিবি স্টোরেজ মডেলের উপর পাওয়া যাচ্ছে ৩০০০ টাকার ছাড়। এর ফলে অ্যামাজনে iPhone 13 পাওয়া যাচ্ছে ৬৬,৯০০ টাকায়। তা ছাড়া, আইফোন ১৩-এর উপর অ্যামাজনে গ্রাহকরা পেয়ে যাবেন ১৪,০৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। কিন্তু এক্সচেঞ্জ অফারের এই মূল্য নির্ভর করবে ফোনের সার্বিক পরিস্থিতির উপর। যে সকল গ্রাহক ‘অ্যামাজন পে’ বা আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে iPhone 13 কিনবেন, তাঁরা পেয়ে যাবেন অতিরিক্ত ৫ শতাংশ ছাড়।

advertisement

জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে iPhone 13 পাওয়া যাচ্ছে ৬৫,৪৯০ টাকায়। ফ্লিপকার্টে এই ফোনের উপর পাওয়া যাচ্ছে ২০০০ টাকার ছাড় সিটি ক্রেডিট কার্ডের দ্বারা ইএমআই ট্রানজেকশনের উপর। এ ছাড়াও গ্রাহকরা এক্সচেঞ্জ অফারের মাধ্যমে ১৮,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

অ্যাপল স্টোরে iPhone 13 পাওয়া যাচ্ছে, ৬৯,৯০০ টাকায়। এটি অ্যাপল ১৩ এর ১২৮ জিবি স্টোরেজ মডেল। অ্যাপল ট্রেড ইন প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকরা এর উপর ২২০০ টাকা থেকে ৫৯,৭৩০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iPhone 13 Price Cut: অ্যামাজন না ফ্লিপকার্ট! iPhone 13-এ কোথায় কত ছাড়, জেনে নিন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল