TRENDING:

অপেক্ষার অবসান, Apple-এর ইভেন্টে কি আত্মপ্রকাশ করতে চলেছে iPhone SE 2022 !

Last Updated:

iPhone SE 2022 launch date: আগামী ৮ মার্চ অনলাইনে এই অনুষ্ঠান হবে। মনে করা হচ্ছে iPhone ও iPad-এর নতুন মডেল দেখানো হবে এই অনুষ্ঠানেই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
iPhone SE 2022 Launch Date: ২০২২ সালের প্রথম Event ঘোষণা করল Apple। আগামী ৮ মার্চ অনলাইনে এই অনুষ্ঠান হবে। মনে করা হচ্ছে iPhone ও iPad-এর নতুন মডেল দেখানো হবে এই অনুষ্ঠানেই। আর তা নিয়ে মানুষের উৎসাহের অন্ত নেই!
advertisement

সম্প্রতি সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্রেগ জোসভিয়াক তার ট্যুইটার হ্যান্ডল থেকে আনুষ্ঠানিক ভাবে একটি টিজার শেয়ার করেছেন। সাধারণ মানুষকে অনু্ষ্ঠানে যোগ দিতে অনুরোধ করে গ্রেগ লিখেছেন পিক পারফর্মেন্সের কথা। রহস্যময় সেই টিজার ইতিমধ্যেই উৎসাহী মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

অনলাইন এই অনুষ্ঠানটি শুরু হবে আগামী মঙ্গলবার ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে। দেখা যাবে Apple-এর0 Event website এবং Apple YouTube page-এ।

advertisement

আরও পড়ুন - বন্ধ হতে চলেছে Instagram-এর জনপ্রিয় এই ভিডিও প্ল্যাটফর্ম 

সূত্রের খবর, সে দিনই নতুন iPhone SE 2022 এবং নতুন iPad Air-এৎ আনুষ্ঠানিক প্রকাশ হবে। গত কয়েক সপ্তাহ ধরে এই নিয়ে আগ্রহী মানুষের উৎসাহের অন্ত নেই।

সংস্থার তরফে প্রকাশ করা টিজারের আমন্ত্রণে গ্রেগ উল্লেখ করেছেন ‘Peek Performance’-এর কথা। অর্থাৎ, নতুন ডিভাইসগুলিতে যে 5G কানেক্টিভিটি থাকছে তা বোঝাই যাচ্ছে।

advertisement

সেই সঙ্গে, ওই দিনের অনুষ্ঠানে Apple-এর তরফে next-gen M series silicon-এর বিস্তারিত বর্ণনাও করা হতে পারে বলে মনে করা হচ্ছে। অনেকে আবার মনে করছেন, একেবারে নতুন Mac-এর বিষয়েও ধারণা দেওয়া হতে পারে। গত এক বছরে Apple বার বার ‘one more thing’-এর কথা বলে এসেছে, ফলে সেই বিষয়টি Mac হতে পারে।

advertisement

আরও পড়ুন - আগামী দিনে হাইড্রোজেন ফুয়েল সেল থেকেই মিলবে বিদ্যুৎ, চলবে গাড়ি, উনুনে চড়বে ভাতের হাঁড়ি, দাবি গবেষকদের

iPad Air আরও একটি প্রোডাক্ট যে বিষয়ে আলোচনা হতে পারে আগামী সপ্তাহে। ২০২০ সালে প্রথম আত্মপ্রকাশ করে iPad Air। ফলে তার ডিসাইন যে মাত্র দু’বছরেই একেবারে ঢেলে সাজা হয়েছে, এমনটা না ভাবাই ভাল। বরং মনে করা হচ্ছে Apple তার এই ট্যাবলেটে A15 Bionic অথবা M-series চিপসেট এনে থাকতে পারে।

advertisement

আরও একটি জিনিস ওই অনুষ্ঠানে দেখানো হতে পারে, তা হল Apple AR/VR হেডসেট।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
অপেক্ষার অবসান, Apple-এর ইভেন্টে কি আত্মপ্রকাশ করতে চলেছে iPhone SE 2022 !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল