TRENDING:

দেদার সস্তা এই OTT প্ল্যাটফর্ম, মোবাইলে লাগিয়ে ফেলুন আর মাতুন বিনোদনে

Last Updated:

Amazon Prime, Netflix, Disney Hotstar, Voot, SonyLiv এবং আরও স্ট্রিমিং প্ল্যাটফর্ম গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সস্তার মোবাইল প্ল্যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্তমানে খুবই জনপ্রিয় হল ওটিটি প্ল্যাটফর্ম। বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়ে চলেছে। বেশিরভাগ লোকই এখন সিনেমা হলে যাওয়ার পরিবর্তে, ঘরে বসে ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের জনপ্রিয় সিনেমা এবং ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। এর জন্য বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছে একটার পর একটা নতুন প্ল্যান। গ্রাহকরা নিজেদের বাজেট অনুযায়ী বেছে নিচ্ছেন পছন্দের প্ল্যান।
advertisement

বেশিরভাগ ক্ষেত্রে এই সকল ওটিটি প্লাটফর্মের শো মোবাইলেই দেখা হয়। এর জন্য জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম তাদের গ্রাহকদের জন্য নিয়ে আসছে বিশেষ করে বিভিন্ন ধরনের মোবাইল প্ল্যান। Amazon Prime, Netflix, Disney Hotstar, Voot, SonyLiv এবং আরও স্ট্রিমিং প্ল্যাটফর্ম গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সস্তার মোবাইল প্ল্যান। এক নজরে দেখে নেওয়া যাক সমস্ত খুঁটিনাটি।

advertisement

Amazon Prime Video -  জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্ম সম্প্রতি মোবাইল অ্যাডিশন চালু করেছে। এর জন্য গ্রাহকদের বছরে ৫৯৯ টাকা খরচ করতে হবে। এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা SD কনটেন্ট দেখতে পাবেন, যা শুধু নিজেদের মোবাইলেই দেখা যাবে। গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা অ্যামাজনের ফ্রি ডেলিভারি এবং প্রাইম সেলের বেনিফিট পাবেন না।

advertisement

আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে

Netflix Mobile Plan - জনপ্রিয় ওটিটি প্লাটফর্মের মোবাইল প্ল্যানের দাম প্রতি মাসে ১৪৯ টাকা। এর মাধ্যমে গ্রাহকরা নেটফ্লিক্সের সমস্ত কনটেন্ট SD (480p) কোয়ালিটিতে দেখতে পাবেন।

Disney+ Hotstar Mobile plan - জনপ্রিয় এই ওটিটি প্লাটফর্ম মোবাইল ডিভাইসের জন্য মাসিক এবং বার্ষিক প্ল্যান পেশ করেছে। এই কোম্পানির তিন মাসের প্ল্যানের জন্য গ্রাহকদের ১৫৯ টাকা এবং বার্ষিক প্ল্যানের জন্য ৪৯৯ টাকা খরচ করতে হবে। এই দুটি প্ল্যান অ্যাড সাপোর্টেড প্ল্যান। গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা মাত্র একটি ডিভাইসেই লগইন করতে পারবেন।

advertisement

Voot Select Mobile Plan -  জনপ্রিয় এই ওটিটি কোম্পানির বার্ষিক প্ল্যানের দাম ২৯৯ টাকা। জনপ্রিয় এই ওটিটি কোম্পানি শুধুমাত্র একটি মোবাইল প্ল্যান চালু করেছে। এর দাম ২৯৯ টাকা। অর্থাৎ গ্রাহকরা ২৯৯ টাকার বিনিময়ে এক বছরের জন্য নিজেদের মোবাইল ডিভাইসে 720p কোয়ালিটিতে দেখতে পাবেন এই ওটিটি।

advertisement

SonyLiv Mobile Plan -  জনপ্রিয় এই ওটিটি প্লাটফর্মের বার্ষিক প্ল্যানের দাম ৫৯৯ টাকা। গ্রাহকরা এই প্ল্যানের মাধ্যমে 720p কোয়ালিটিতে সমস্ত শো দেখতে পাবেন। এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা মাত্র একটি মোবাইল ডিভাইসেই লগইন করতে পারবেন।

Zee5, Eros Now, Discovery+ -  ই তিনটি ওটিটি প্ল্যাটফর্ম এখনও কোনও মোবাইল প্ল্যান চালু করেনি। এই তিনটি ওটিটি প্ল্যাটফর্ম মাসিক এবং বার্ষিক প্ল্যান চালু করেছে। Zee5-এর প্ল্যান শুরু ৩৯৯ টাকা থেকে, Eros Now-এর প্ল্যান শুরু ৪৯ টাকা থেকে এবং Discover+-এর প্ল্যান শুরু ১৯৯ টাকা থেকে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
দেদার সস্তা এই OTT প্ল্যাটফর্ম, মোবাইলে লাগিয়ে ফেলুন আর মাতুন বিনোদনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল