এই সেলে ওপো, টেকনো, স্যামসাং এবং রেডমির মতো ফোন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় কম দামে। এই সেলে গ্রাহকেরা আরবিএল ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্কের কার্ডে এবং ওয়ান কার্ড ও রুপে কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে ১০ শতাংশ ছাড় পাবেন। এক নজরে দেখে নেওয়া যাক এই সেলে কোন কোন ফোন কেনা যেতে পারে আকর্ষণীয় মূল্যে—
advertisement
Oppo A74 5G
অ্যামাজন হ্যাপিনেস আপগ্রেড ডেজ সেলে ওপো এ৭৪ ৫জি ফোন পাওয়া যাচ্ছে ১৪,৯৯০ টাকায়। ওপো এ৭৪ ৫জি ফোনের ৬ জিবি র্যা ম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯০ টাকা। গ্রাহকেরা ওপো এ৭৪ ৫জি ফোনের উপরে ১২,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধা পেতে পারে। ওপো এ৭৪ ৫জি ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি স্ক্রিন, ৯০ এইচজেড রিফ্রেশ রেট। ওপো এ৭৪ ৫জি ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ এসওসি চিপসেট।
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
Tecno Pova 5G -
অ্যামাজন হ্যাপিনেস আপগ্রেড ডেজ সেলে চিনা টেকনো পোভা ৫জি ফোনের উপরে পাওয়া যাচ্ছে ৪৭ শতাংশ ছাড়। বিশেষ ছাড়ে টেকনো পোভা ৫জি ফোন পাওয়া যাচ্ছে ১৫,২৯৯ টাকায়। এ ছাড়া প্রায় ১২,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও থাকছে। অ্যামাজন হ্যাপিনেস আপগ্রেড ডেজ সেলে টেকনো পোভা ৫জি ফোনের ৮ জিবি র্যাজম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেল পাওয়া যাচ্ছে এই ছাড়ে। টেকনো পোভা ৫জি ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ১২০ এইচজেড রিফ্রেশ রেট এবং মিডিয়াটেক ডাইমেনসন ৯০০ এসওসি।
Redmi Note 11T 5G -
অ্যামাজন হ্যাপিনেস আপগ্রেড ডেজ সেলে রেডমি নোট ১১টি ৫জি ফোনে পাওয়া যাচ্ছে ২৪ শতাংশ ছাড়। এর ফলে এই সেলে রেডমি নোট ১১টি ৫জি ফোন পাওয়া যাচ্ছে ১৫,৯৯৯ টাকায়। এ ছাড়া পাওয়া যাচ্ছে ১২,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। রেডমি নোট ১১টি ৫জি ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, ৯০ এইচজেড রিফ্রেশ রেট, মিডিয়াটেক ডাইমেনসন ৮১০ প্রসেসর।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
Samsung Galaxy M33 5G -
অ্যামাজন হ্যাপিনেস আপগ্রেড ডেজ সেলে স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোন পাওয়া যাচ্ছে ১৬,৯৯৯ টাকায়। এ ছাড়া পাওয়া যাচ্ছে ১২,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচজেড প্লাস ইনফিনিটি ভি ডিসপ্লে, অক্টাকোর এক্সিনস ১২৮০ এসওসি চিপসেট।
Realme Narzo 50 Pro 5G-
অ্যামাজন হ্যাপিনেস আপগ্রেড ডেজ সেলে রিয়েলমি নারজো ৫০ প্রো ৫জি ফোন পাওয়া যাচ্ছে ১৭,৯৯৯ টাকায়। রিয়েলমি নারজো ৫০ প্রো ৫জি ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৯০ এইচজেড রিফ্রেশ রেট এবং মিডিয়াটেক ডাইমেনসন ৯২০ এসওসি। এই ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।