TRENDING:

প্রতি মাসের রিচার্জে এবার বাঁচবে ৩০০ টাকা! দারুন সুযোগ দিচ্ছে Airtel

Last Updated:

প্রতি মাসে ৩০০ টাকা ক্যাশব্যাক পেতে গেল অবশ্য গ্রাহকের Airtel Axis Bank ক্রেডিট কার্ড থাকতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Airtel গ্রাহকদের জন্য রয়েছে দারুন সুখবর। এবার বাঁচানো যেতে পারে অনেক টাকা। আসলে Airtel Thanks অ্যাপের মাধ্যমে যদি কোনও গ্রাহক Airtel মোবাইল/DTH রিচার্জ করেন তাহলে Airtel Black এবং Airtel Xstream Fiber পেমেন্টে প্রতি মাসে ৩০০ টাকা বাঁচাতে পারবেন।
advertisement

প্রতি মাসে ৩০০ টাকা ক্যাশব্যাক পেতে গেল অবশ্য গ্রাহকের Airtel Axis Bank ক্রেডিট কার্ড থাকতে হবে। গত বছর ভারতী এয়ারটেল এবং অ্যাক্সিস ব্যাঙ্ক এই ক্রেডিট কার্ড চালু করেছে।

Airtel Axis Bank ক্রেডিট কার্ড একটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড। যে সমস্ত মার্চেন্ট আউটলেট বা অনলাইন প্ল্যাটফর্ম ভিসা কার্ড গ্রহণ করে, এই ক্রেডিট কার্ডটি সেখানে ব্যবহার করা যেতে পারে। Airtel Thanks অ্যাপে এই ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকরা আরও অনেক সুবিধা পেতে পারেন। এই ক্রেডিট কার্ডটি Swiggy এবং Zomato থেকে খাবার অর্ডার করার জন্যও দারুন সাশ্রয়ী হতে পারে।

advertisement

আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ

এক নজরে দেখে নেওয়া যাক এই কার্ডের খুঁটিনাটি —

১. Airtel Axis Bank ক্রেডিট কার্ড ইস্যু করার ৩০ দিনের মধ্যে কার্ড অ্যাক্টিভেশন হবে এবং গ্রাহকদের ৫০০ টাকার একটি Amazon ভাউচার দেওয়া হবে।

advertisement

২. Airtel Axis Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে Airtel Thanks অ্যাপে Airtel মোবাইল/DTH রিচার্জ, ব্রডব্যান্ড এবং Wi-Fi পেমেন্টে ২৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। (এক মাসে সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক)

৩. গ্রাহকরা Airtel Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে Airtel Thanks অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস বা জলের বিল মেটালে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। (এক মাসে সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক)

advertisement

৪. গ্রাহকরা Airtel Axis Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে Swiggy, Zomato এবং Bigbasket-এর মতো অনলাইন সংস্থায় খরচ করলে ১০ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৫. শুধু তাই নয়, এর বাইরে ওই ক্রেডিট কার্ডধারী ব্যবহার করলে যে কোনও গ্রাহক ১ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
প্রতি মাসের রিচার্জে এবার বাঁচবে ৩০০ টাকা! দারুন সুযোগ দিচ্ছে Airtel
Open in App
হোম
খবর
ফটো
লোকাল