TRENDING:

দীপাবলির আলো ধরা থাক ছবিতে! হাতে রাখতে পারেন এই ৫টি দারুন স্মার্টফোন

Last Updated:

গুগল পিক্সেলের যে কোনও স্মার্টফোনই ছবি তোলার জন্য আদর্শ। গুগলের কম্পিউটেশনাল ফোটোগ্রাফি অ্যালগরিদমের এক কথায় কোনও জবাব নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Best Camera Smartphones For Diwali: দীপাবলির আলোকজ্জ্বল ও মূল্যবান মুহূর্তগুলিকে ধরে রাখতে মুঠোবন্দি স্মার্টফোনটিই যথেষ্ট। উৎসবের মরশুমে কিনে নেওয়া যেতেই পারে এই পাঁচটি সেরা ফোন—
advertisement

১. Pixel 6a

গুগল পিক্সেলের যে কোনও স্মার্টফোনই ছবি তোলার জন্য আদর্শ। গুগলের কম্পিউটেশনাল ফোটোগ্রাফি অ্যালগরিদমের এক কথায় কোনও জবাব নেই। পিক্সেল ৬ এ-তে রয়েছে একটি ডুয়াল ক্যামেরা-সেটআপ, একটি ১২.২-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১১৪-ডিগ্রি ফিল্ড অফ ভিউ-সহ একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। ৪ কে ভিডিও ক্যাপচার করতে সক্ষম এই স্মার্টফোন ৬০ এফপিএস এবং ১০৮০পি ফুটেজ ক্যাপচার করতে সক্ষম।

advertisement

যাঁদের এসবিআই ক্রেডিট কার্ড রয়েছে তাঁরা ফ্লিপকার্ট থেকে এটি ২৮,০২৮ টাকা ছাড়ের মূল্যে কিনতে পারবেন।

আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা

২. iPhone 14 Pro and 14 Pro Max

যাঁরা স্মার্টফোনে সেরা ভিডিও শ্যুট করতে চান তারা আইফোন ১৪ প্রো কিনতে পারেন। ৪ কে প্রোরেস ভিডিও এবং ৪৮ মেগাপিক্সেল প্রো-র ফোটো শ্যুট করতে চান তাঁরা আইফোন ১৪ প্রো এবং ১৪ প্রো ম্যাক্স কিনতে পারেন।

advertisement

আইফোন ১৪ প্রো এবং ১৪ প্রো ম্যাক্সের পিছনে একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে। এর সঙ্গে রয়েছে প্রাইমারি ৪৮ মেগাপিক্সেল শ্যুটার, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ৩ এক্স টেলিফোটো লেন্স। এ ছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা ৪ কে ভিডিও এবং শ্যুট করতে সক্ষম।

আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে

advertisement

৩. Samsung Galaxy S22 and S22+

বর্তমানে স্যামসাং গ্যালাক্সি এস ২২ পাওয়া যাচ্ছে মাত্র ৬০,০০০ টাকায়। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার পাশাপাশি হাইলাইট রোল-অফের মতো ফিচার, সঙ্গে থাকছে এস ২২-এর পোর্ট্রেট মোড। ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ১০ মেগাপিক্সেল ৩ এক্স টেলিফোটো লেন্সের সাহায্যে ব্যবহারকারীরা দুর্দান্ত সব মুহূর্ত ক্যাপচার করতে পারবেন।

advertisement

৪. Motorola Edge 20 Fusion

মোটোরোলা এজ ২০ ফিউশনে রয়েছে একটি ১০৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। অসারধারণ কালার কনট্রাস্ট এবং রেজিলিউশন-সহ সেরা মুহূর্ত ক্যাপচার করতে পারে এই স্মার্টফোনটি। তা ছাড়াও ৩২ মেগাপিক্সেল ইউনিটের সেলফি ক্যামেরা মিলছে মাত্র ২০ হাজার টাকার মধ্যে।

৫. Google Pixel 7 and 7 Pro

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

ভারতে গুগল প্রায় তিন বছর পর একটি মেইনলাইন পিক্সেল ফ্ল্যাগশিপ চালু করেছে। দেশে লঞ্চ করা শেষ পিক্সেল ফ্ল্যাগশিপ ছিল পিক্সেল ৩৷ এখন ভারতে পিক্সেল ৭ সিরিজ অফিসিয়ালি লঞ্চ করেছে। গুগল পিক্সেল ৭ এবং ৭ প্রো-তে রয়েছে একই ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ‘পিক্সেল লুক’ বজায় রাখার জন্য রয়েছে পিক্সেল বিনিং। পিক্সেল ৭ প্রো-তে একটি ৫ এক্স ৪৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স রয়েছে যা ছবির গুণমানের কোনও ক্ষতি ছাড়াই ১০ এক্স স্টিল ফোটো ক্যাপচারের সুবিধে দেয়।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
দীপাবলির আলো ধরা থাক ছবিতে! হাতে রাখতে পারেন এই ৫টি দারুন স্মার্টফোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল